ভারতের ‘দরদি’ শিল্পপতি রতন টাটার জীবনাবসান
- আপডেট সময় : ০৯:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
ভারতের ‘দরদি’ শিল্পপতি রতন টাটার জীবনাবসান
মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ভারতের ‘দরদি’ শিল্পপতি রতন টাটার জীবনাবসান
টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বড় মানুষ বলতে যেমন বোঝায়; কর্মময় গরিমা, জীবনঘনিষ্ঠ অঢেল অর্থকড়ির গৌরব আর জনবিশ্বে সম্মানের উঁচু তখত; তেমন এক দায় ও দরদের মহাজীবনের অবসান হল; চিরবিদায় নিলেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা।
মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
এনডিটিভি লিখেছে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান রতন টাটা নিজেই সোমবার তার স্বাস্থ্যের অবনতির খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।
সেই ঘটনার দুদিনের মাথায় বুধবার মধ্যরাতে টাটা গ্রুপের মূল কোম্পানি টাটা সন্স এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এক বিবৃতিতে রতন টাটার মৃত্যু খরর ঘোষণা করেন। একই সঙ্গে এই মহীরূপ বণিকের দরদি জীবন ও ভারতের ব্যবসাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার কীর্তিকথা তুলে ধরে তার আত্মার শান্তি কামনা করেন তিনি।
দ্য হিন্দুর খবর অনুযায়ী, নিজের আয়ের ৬৫ শতাংশ মানুষের কল্যাণে দান করে যাওয়া রতন টাটার মৃত্যুতে ভারতে শোকের ছায়া নেমে এসেছে।
দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে ব্যবসায়ী, বুদ্ধিজীবী ও শিল্প-সংস্কৃতির অঙ্গনের শীর্ষ স্থানীয়রা শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।