মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেলেন নূর আলী
- আপডেট সময় : ০৭:২৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ৫০৩১ বার পড়া হয়েছে
বিশিষ্ট শিল্পপতি, ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলী মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বাংলাদেশের শিল্প এবং সমাজকর্মে অবদান রাখায় মোহা. নূর আলীকে এ পুরস্কারে ভূষিত করা হয়।
গতকাল শনিবার দুবাইয়ের কনরাড হোটেলে এ পুরস্কার প্রদান করা হয়। মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি এবং ‘অল ইন্ডিয়া মাইনরিটি অ্যান্ড উইকার সেকশন কাউন্সিল’ যৌথ উদ্যোগে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে। এই পুরস্কারে ভূষিত করার জন্য মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন মোহা. নূর আলী। সেইসঙ্গে তিনি মাদার তেরেসাকে স্মরণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ সময় মোহা. নূর আলী বলেন, মর্যাদাপূর্ণ এই মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আমিও গভীরভাবে সম্মানিতবোধ করছি। দুবাইতে এই সম্মান পেয়ে আমি রোমাঞ্চিত ও অভিভূত। আমি অত্যন্ত গর্বিতবোধ করছি।