মামুনের পরিবার বনাম লায়লার আত্মমর্যাদা
- আপডেট সময় : ০৭:১৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
চামড়ার মুখ দিয়ে আমরা কত সহজেই সব কিছু বলে দেই, এতদিন সবাই জানতো লায়লা মামুন লিভ ইনে আছে, এই বলে লায়লাকে আমরা কতই না হে/ট কমেন্ট করেছি কিন্তু বিবাহের তালাকনামা প্রকাশ করে লায়লা বুঝিয়ে দিলেন চুপ থাকা মানেই খারাপ সেটা নয়, হয়তো মামুনের ভালোর জন্যই বিয়ের বিষয়টা লুকিয়েছিল কিন্তু তারই সুযোগ নিয়েছিল মামুনসহ তার গোটা পরিবার, একসময় দেখতাম লায়লার মামুনের বাড়ি গেছে সেখানে মামুনের মা সবাই লায়লার পরিচয় দিচ্ছে বউ বলে, আবার লায়লার জন্য কত আদর ভালবাসা, লায়লা মামুনের ঝগড়া হলেও নাকি মামুনের মা মিলিয়ে দিতো। সেই মহিলা এখন পুরা ১৮০ ডিগ্রি পল্টি নিছে, এখন বলে লায়লা নাকি মামুনকে ভাই পরিচয় দিয়ে নিয়ে এসেছে। আসলে লায়লার টাকায় বাড়ি গাড়ি করে এখন আর লায়লাকে তাদের দরকার নেই, তাও লায়লা যদি বাড়িটা লিখে দিতো তাইলে হয়তো সম্পর্কটা আরও কিছুদিন টিকতো ।
কি সুন্দর টাকার জন্য ছেলেকে যখন লায়লার কাছে দিয়ে দিলো, লায়লাকে বউমা বানালো, লায়লার বাসায় আসলো থাকলো তখন মনে ছিলনা লায়লার তার ছেলের চেয়ে বড়, হ্যাং ত্যাং, যখন বুঝলো আর যাই হোক লায়লার বাড়ি পাবে না তখনই সব ভালবাসা উবে গেল.