শিরোনাম ::
মারবা পারবা না,আমরা আবরার এবং আলিফের উত্তরসূরী – হাসনাত
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৩:২০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
- / 35
😓0️⃣0️⃣0️⃣0️⃣😓
✅যে গাড়ি দিয়ে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই গাড়ির মালিক জুলাই গণহত্যার আসামি।
✅আটকের পর চালক দাবি করেছে যে সে মাল খালাস করতে এসেছিল। কিন্তু প্রকৃত সত্য হলো, ২৪ তারিখের পর থেকে এই গাড়ির কোনো মাল খালাসের রেকর্ড পাওয়া যায়নি।
✅এর মানে স্পষ্ট, এই গাড়িটি উদ্দেশ্যমূলকভাবে তাদের আঘাত করার জন্যই ব্যবহার করা হয়েছিল।
✅যারা আওয়ামী লীগকে ক্ষমা করতে চান, তাদের রাজনৈতিক অধিকার দিতে চান বা ভালোবাসা দিয়ে তাদের পরিবর্তন করতে চান—তারা এখন কী বলবেন?