মেট্রো রেল স্টেশনের নিচে এসব হচ্ছেটা কি?
- আপডেট সময় : ০৩:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
ঢাকার মেট্রো রেল দেশের প্রথম আধুনিক পরিবহনব্যবস্থা— রাজধানীর গর্ব হিসেবে প্রতিষ্ঠিত হলেও এর নিচে গড়ে ওঠা অনিয়মের চিত্র এখন প্রশ্নের মুখে ফেলছে। সচিবালয় স্টেশনের নিচে ভাসমান মানুষের অবস্থান এবং পিলারগুলোতে পোস্টার লাগানোর বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা।
সম্প্রতি একটি মেট্রো রেল কমিউনিটি গ্রুপে সচিবালয় স্টেশন সংলগ্ন এলাকার তিনটি ছবি পোস্ট করে এক যাত্রী লিখেছেন, ‘দয়া করে সচিবালয় স্টেশনের দিকে নজর দিন। স্টেশনের নিচের পুরো এলাকা ভাসমান মানুষের দখলে চলে যাচ্ছে।
প্রতিটি পিলারে পোস্টার লাগানো হচ্ছে। এভাবে চলতে থাকলে মেট্রোর সৌন্দর্য নষ্ট হতে সময় লাগবে না।’
এ বিষয়ে গ্রুপের অন্যান্য সদস্যরাও মন্তব্য করেছেন। মাহিয়া খন্দকার লিখেছেন, ‘যারা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন, তারা কী করছেন? এর প্রতিকার কি নেই?’
মহিম উদ্দিন লিখেছেন, ‘উপর মহলের কর্মকর্তাদের লজ্জা করা উচিত।
এত গুরুত্বপূর্ণ প্রকল্পের দেখভাল করতে না পারা দুঃখজনক।’
আশরাফুল আলম হৃদয় মন্তব্য করেছেন, ‘ওরা স্টেশনের নিচে সংসার পাতিয়েছে।’
মেট্রো রেলের নিচের এলাকাগুলোতে ভাসমান মানুষের অবস্থান, পিলারে পোস্টার লাগানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব মেট্রো রেলের সৌন্দর্য ও ব্যবহারকারীদের অভিজ্ঞতায় নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা। স্টেশন এলাকা নিয়মিত পর্যবেক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য আলাদা টিম গঠন করার পাশাপাশি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
মেট্রো রেল দেশের একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা। এর সৌন্দর্য ও কার্যকারিতা রক্ষায় যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এটি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় বরং বাংলাদেশের একটি আস্থার প্রতীক।
তাই এর রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।