রিলিজ হয়েছে দামাল’ এর ২৫ লাখ টাকায় নির্মিত গান
- আপডেট সময় : ১১:৩৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
‘জেদ যদি থাকে, বিজয় আসবেই’- এমন থিম নিয়ে তৈরি হয়েছে দামাল সিনেমার টাইটেল ট্র্যাক ‘দামাল দামাল’। সিনেমাটির পরিচালক Raihan Rafi আগেই জানিয়েছেন, গানটি মূল সিনেমায় থাকবে না। মূলত প্রচারণার জন্যই গানটি ভিডিওসহ নির্মাণ করে ইউটিউবে অবমুক্ত হয়েছে।
রাসেল মাহমুদের কথায় গানটির সুর ও সংগীত পরিচালক Arafat Mohsin । গানটি গেয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড CRYPTIC FATE এর ভোকালিস্ট সাকিব চৌধুরী এবং জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত সংগীতশিল্পী Oyshee । দামাল একদল হার না মানা মানুষের গল্প। এই তেজ দর্শক-শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতেই গানটি তৈরির উদ্দেশ্য।
উক্ত গানটিতে একাগ্র, অকুতভয়, সাহসী রূপে হাজির হয়েছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকা প্রায় সব চরিত্র। যেখানে Bidya Sinha Saha Mim, Sariful Razz, Shahnaz Sumi, Siam Ahmed, সুমিত, ইন্তেখাব দিনার, মামুন অপুসহ দেখা গেছে আরও অনেককেই। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ফুটবল খেলার একটি গল্প হাজির করা হয়েছে দামাল সিনেমায়। এটি গতকাল (২৮ অক্টোবর) শুক্রবার সারাদেশে একযোগে মুক্তি পেয়েছে।