ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনার বিচার করা: শফিকুল আলম পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসাধারণের অভিমত চাইলেন প্রধান উপদেষ্টা শাপলা চত্বরে হেফাজত দমন : অপারেশন ফ্ল্যাশ আউট বেগম জিয়াকে হিংসা করতেন হাসিনা ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? পররাষ্ট্র মন্ত্রণালয় ছাত্রদের ঘোষণাপত্র দিতে বারণের কারণ জানালেন ড. ইউনূস  ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে জুলাই ঘোষণাপত্রের দরকারই নাই রেস্তোরাঁ, ওষুধ ও মোবাইল রিচার্জে বাড়ছে না ভ্যাট ধর্মনিরপেক্ষতাসহ রাষ্ট্র পরিচালনার ৩ মূলনীতি বাদ পদত্যাগপত্রে যা বললেন টিউলিপ সিদ্দিক পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক আমার মেয়ের খুনি কে, আমি কি বিচার পাব না: প্রশ্ন তিন্নির বাবার জয়ের বিবাহ বিচ্ছেদ ৩ বছর আগে, জানালেন নিজেই গণহত্যায় জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন ৫ আগস্ট: বাংলাদেশ ও ভারতের সেনাপ্রধানের সার্বক্ষণিক যোগাযোগ ছিল ক্রসফায়ারে নিহতদের ৪ জন ছিলেন ডিবি হেফাজতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক ছিলেন শেখ রেহানা শনিবার স্কুল খোলা নাকি বন্ধ? ‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, আয় ৩০ কোটি টাকা!

লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজছেন ?

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • / 36
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোজই নতুন নতুন ব্যবসার আইডিয়া মাথায় আসছে, গিজ গিজ করছে অভিনব সব ব্যবসার ধারণা। ইন্টারনেট ঘেঁটে জেনেও নিচ্ছেন সেই ব্যবসার যাবতীয় খুঁটিনাটি। বন্ধুরাও উত্সাহ দিচ্ছে সব আইডিয়াতেই। প্রতিটি ব্যবসাতেই দেখতে পাচ্ছেন বিপুল লাভের সম্ভবনা। কঠিন হচ্ছে এর মধ্যে একটি নির্দিষ্ট ব্যবসাকে বেছে নেওয়া। আপনিও কী একই সমস্যায় পড়ছেন ?

চিন্তা করবেন না, প্রায় প্রত্যেক শুরুয়াতি ব্যবসায়ীই জীবনের একটা পর্যায় এই অবস্থার মধ্যে দিয়ে যান। যেকোনও ব্যবসার লাভজনক হবার একটিই মূল শর্ত, বাজারে সেই পণ্য বা পরিষেবার চাহিদা।

আপাত দৃষ্টিতে একটি ব্যবসাকে লাভজনক মনে হলেও বাস্তববিচারে তার কোনও বাজার মূল্য নাও থাকতে পারে। তাই সব সময়েই ব্যবসা শুরু যাচাই করে নেওয়া উচিত। এতে অযথা অর্থ ও সময়ের অপচয় হয় না। নষ্ট হয় আত্মবিশ্বাসও।

তাই ব্যবসা শুরু করার কথা ভাবলে প্রথমে নীচের কয়েকটি ধাপের মাধ্যমে আপনার ব্যবসার আইডিয়াটি যাচাই করে নিনযাতে ব্যবসা শুরু করে কোনও ক্ষতির মুখে পড়তে না নয়।

১. প্রথমেই ব্যবসার আইডিয়াটি লিখে ফেলুন

ক. আপনার ক্রেতা বা গ্রাহক কারা হবেন ?

No alt text provided for this image

এই প্রশ্নের উত্তর যদি হয় যে ‘সবাই’, তাহলে বুঝতে হবে আপনার ব্যবসার আইডিয়াতে গলদ রয়েছে। এই আইডিয়াকে আরো ঘষা মাজা করা প্রয়োজন।

আপনার তৈরি পণ্য বা পরিষেবাটি আপনি কাদের জন্য বানাচ্ছেন সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আপনার ক্রেতা কারা হবেন, তাঁদের বয়স কেমন? তাদের লিঙ্গপরিচিতি কী? তাঁদের আর্থসামাজিক পরিস্থিতি কী? এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকা প্রয়োজন। যেকোনও ব্যবসার প্রাথমিক ধাপ বাজার নির্ধারণ।

খ. কোন সমস্যার আপনি সমাধান করছেন ?

No alt text provided for this image

যেকোনও পণ্য বা পরিষেবার চাহিদার কারণ হল সেই পণ্য বা পরিষেবার মাধ্যমে গ্রাহকের কোনও না কোনও সমস্যার সমাধান হয়। আপনার পণ্য বা পরিষেবাটি কোন কোন সমস্যার সমাধান করতে সক্ষম তা লিখুন।

এরপর ভাবুন এগুলো কি আপনার গ্রাহকের কাছে সত্যিই সমস্যা? নাকি আপনি ভেবে নিচ্ছেন যে এগুলো তাঁদের সমস্যা। এবং যদি এটা তাঁদের কাছে সমস্যা হয় তাহলে ভাবুন তারা কী আদৌ এই সমস্যার সমাধানের জন্য পয়সা খরচ করতে ইচ্ছুক? নিজেকে দিয়ে ও নিজের চারপাশ থেকে এই উত্তর খোঁজার চেষ্টা করুন ।

গ. আপনার পণ্য বা পরিষেবা কী ভাবে সেই সমস্যার সমাধান করবে ?

সমস্যা চিহ্নিত করার পর নির্দিষ্ট করুন আপনার ব্যবসার আইডিয়াটি কীভাবে সেই সমস্যার সমাধান করবে? আপনার ব্যবসার আইডিয়ায় কোনও ফাঁক থাকলে এই ধাপে তা ধরা পড়বে। আপনার পণ্য বা পরিষেবাটি কী ভাবে আপনার ক্রেতার জীবনের মানকে উন্নত করবে সে বিষয়ে আপনার নিজের পরিষ্কার ধারণা না থাকলে আপনি আপনার ক্রেতাকেও কোনওদিন তা কেনার জন্য রাজি করাতে পারবেন না।

২. গ্রাহক কেন আপনার থেকে এই পণ্য বা পরিষেবাটি নেবেন?

পণ্য বা পরিবেষাটি নির্দিষ্ট হলে পরবর্তী প্রশ্ন হল একজন ক্রেতা কেন আপনার থেকে এটি নিতে চাইবেন। আপনার ব্যবসা কোন সমস্যা সমাধান করবে ও কাদের জন্য সেই সমস্যার সমাধান করবে এই দুটি বিষয়ে চিহ্নিত করার পর দেখুন বাজারে কারা ইতিমধ্যেই সেই সমস্যার সমাধান যোগাচ্ছে।

ভেবে দেখুন, আপনার ব্যবসার আইডিয়ার অভিনবত্ব কী যা আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে?

যদি এই প্রশ্নের উত্তর খুঁজে না পান তাহলে এমন এক বা একাধিক উপাদান নিয়ে আসুন যা আপনার ব্যবসার আইডিয়াটিকে অভিনব করে তুলবে।

৩. আপনি কেন এই ব্যবসাটি করতে চাইছেন?

No alt text provided for this image

পরবর্তী প্রশ্ন হবে আপনি কেন এই নির্দিষ্ট ব্যবসাটি করতে চাইছেন?

সব রকম বাধা বিপত্তি পেরিয়ে আপনি কী এই ব্যবসাটি এগিয়ে নিয়ে যেতে পারবেন?

আপনার দক্ষতা ও যোগ্যতা কী এই ব্যবসাটির জন্য উপযুক্ত?

আপনার কী বিষয়টির প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে?

এই প্রতিটি প্রশ্নের উত্তর লিখুন।

যে প্রাথমিক দিনগুলো কঠিন হতে পারে, এমন কি ব্যবসায় সাফল্যলাভের পরও অনেক সময়ই নানা সমস্যার সম্মুখীন হতে হয় ফলে বিষয়টি সম্পর্কে যথেষ্ট আগ্রহ থাকা কাম্য। সাফল্য নির্ভর করে আপনার দক্ষতা ও যোগ্যতার। একজন একই ব্যবসার আইডিয়া নিয়ে প্রচুর উন্নতি করতে পারে অন্য একজন সেই ব্যবসার আইডিয়া নিয়ে শুরু করেও ব্যবসায় মার খেতে পারে। ফলে সংশ্লিষ্ট ব্যবসার জন্য আপনার যথেষ্ট যোগ্যতা ও দক্ষতা রয়েছে কি না তা যাচাই করে নিন।

৪. সম্ভাব্য ক্রেতার সঙ্গে কথা বলুন

আপনার সম্ভাব্য ক্রেতা কারা, তাঁদের কোন প্রয়োজন আপনি মেটাতে চাইছেন সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাঁদের থেকে মতামত নিন।

সমাজের যে অংশের প্রয়োজন আপনি মেটাতে চাইছেন সেই অংশের মানুষের সঙ্গে কথা বলুন। সে আপনার আত্মীয়, বন্ধু বা তাদের পরিচিত মানুষ হতে পারে।

আপনার ব্যবসার আইডিয়াটি তাদের ভাল লাগছে কি না সেকথা জানতে চাইবেন না, জানতে চান এই পণ্য বা পরিষেবাটি পেতে তারা পয়সা খরচ করতে ইচ্ছুক কি না।

No alt text provided for this image

বুঝতে চেষ্টা করুন তাদের সত্যিই এই প্রয়োজন রয়েছে কি না, থাকলে আপনার পণ্য বা পরিষেবার মাধ্যমে তারা সেই প্রয়োজন মেটাতে চাইবেন কি না।

প্রয়োজনে লিখিত প্রশ্নপত্র তৈরি করে সম্ভাব্য ক্রেতার কাছে যান। তারা কী চাইছেন তা বোঝার চেষ্টা করুন। বিভিন্ন প্রাপ্ত উত্তরের মধ্যে তুলনা করে যাচাই করে নিন আপনার ব্যবসার আইডিয়ার বাজার মূল্য কতটা।

প্রয়োজন পড়লে ব্যবসার আইডিয়া পরিমার্জন করুন। জানতে চান এই পরিষেবা বা পণ্যের জন্য কতটা পর্যন্ত দাম তারা দিতে ইচ্ছুক এবং সক্ষম।

৫. আপনার পণ্য বা পরিষেবার দাম নির্ধারণ করুন

No alt text provided for this image

সম্ভাব্য ক্রেতাদের উত্তরের ভিত্তিতে নির্ধারণ করুন আপনার পণ্য বা পরিষেবাটির বাজারমূল্য কত হতে পারে। কত টাকা দিয়ে তাঁরা সেই পণ্য বা পরিষেবা কিনতে রাজি আছেন এবং তাদের সেই টাকা খরচ করার সামর্থ্য রয়েছে কি না।

এর পর হিসেব করুন সেই টাকায় বিক্রি করলে আপনার লাভ হবে কি না। আপনার ছোট ব্যবসার জন্য প্রয়োজনীয় যাবতীয় উপাদানের দাম, আপনার দক্ষতা, পরিশ্রম ও সময়ের দাম সব কিছু হিসেব করে দেখুন আদৌ এই ব্যবসার আইডিয়াটি নিয়ে এগোলে আপনি লাভ করতে পারবেন কি না, আপনার প্রয়োজনীয় উপার্জন এই ব্যবসা থেকে আসবে কি না।

আজ এইটুকুই থাক.. আগামীতে এটার বেশ বড় একটা লিখা আসবে…. ধন্যবাদ আর ভালোবাসা তাদের জন্য যারা একটু হলেও পড়েছেন আর নিজের স্ট্রাটিজি নিয়ে ভাবছেন…

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজছেন ?

আপডেট সময় : ১২:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

রোজই নতুন নতুন ব্যবসার আইডিয়া মাথায় আসছে, গিজ গিজ করছে অভিনব সব ব্যবসার ধারণা। ইন্টারনেট ঘেঁটে জেনেও নিচ্ছেন সেই ব্যবসার যাবতীয় খুঁটিনাটি। বন্ধুরাও উত্সাহ দিচ্ছে সব আইডিয়াতেই। প্রতিটি ব্যবসাতেই দেখতে পাচ্ছেন বিপুল লাভের সম্ভবনা। কঠিন হচ্ছে এর মধ্যে একটি নির্দিষ্ট ব্যবসাকে বেছে নেওয়া। আপনিও কী একই সমস্যায় পড়ছেন ?

চিন্তা করবেন না, প্রায় প্রত্যেক শুরুয়াতি ব্যবসায়ীই জীবনের একটা পর্যায় এই অবস্থার মধ্যে দিয়ে যান। যেকোনও ব্যবসার লাভজনক হবার একটিই মূল শর্ত, বাজারে সেই পণ্য বা পরিষেবার চাহিদা।

আপাত দৃষ্টিতে একটি ব্যবসাকে লাভজনক মনে হলেও বাস্তববিচারে তার কোনও বাজার মূল্য নাও থাকতে পারে। তাই সব সময়েই ব্যবসা শুরু যাচাই করে নেওয়া উচিত। এতে অযথা অর্থ ও সময়ের অপচয় হয় না। নষ্ট হয় আত্মবিশ্বাসও।

তাই ব্যবসা শুরু করার কথা ভাবলে প্রথমে নীচের কয়েকটি ধাপের মাধ্যমে আপনার ব্যবসার আইডিয়াটি যাচাই করে নিনযাতে ব্যবসা শুরু করে কোনও ক্ষতির মুখে পড়তে না নয়।

১. প্রথমেই ব্যবসার আইডিয়াটি লিখে ফেলুন

ক. আপনার ক্রেতা বা গ্রাহক কারা হবেন ?

No alt text provided for this image

এই প্রশ্নের উত্তর যদি হয় যে ‘সবাই’, তাহলে বুঝতে হবে আপনার ব্যবসার আইডিয়াতে গলদ রয়েছে। এই আইডিয়াকে আরো ঘষা মাজা করা প্রয়োজন।

আপনার তৈরি পণ্য বা পরিষেবাটি আপনি কাদের জন্য বানাচ্ছেন সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। আপনার ক্রেতা কারা হবেন, তাঁদের বয়স কেমন? তাদের লিঙ্গপরিচিতি কী? তাঁদের আর্থসামাজিক পরিস্থিতি কী? এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকা প্রয়োজন। যেকোনও ব্যবসার প্রাথমিক ধাপ বাজার নির্ধারণ।

খ. কোন সমস্যার আপনি সমাধান করছেন ?

No alt text provided for this image

যেকোনও পণ্য বা পরিষেবার চাহিদার কারণ হল সেই পণ্য বা পরিষেবার মাধ্যমে গ্রাহকের কোনও না কোনও সমস্যার সমাধান হয়। আপনার পণ্য বা পরিষেবাটি কোন কোন সমস্যার সমাধান করতে সক্ষম তা লিখুন।

এরপর ভাবুন এগুলো কি আপনার গ্রাহকের কাছে সত্যিই সমস্যা? নাকি আপনি ভেবে নিচ্ছেন যে এগুলো তাঁদের সমস্যা। এবং যদি এটা তাঁদের কাছে সমস্যা হয় তাহলে ভাবুন তারা কী আদৌ এই সমস্যার সমাধানের জন্য পয়সা খরচ করতে ইচ্ছুক? নিজেকে দিয়ে ও নিজের চারপাশ থেকে এই উত্তর খোঁজার চেষ্টা করুন ।

গ. আপনার পণ্য বা পরিষেবা কী ভাবে সেই সমস্যার সমাধান করবে ?

সমস্যা চিহ্নিত করার পর নির্দিষ্ট করুন আপনার ব্যবসার আইডিয়াটি কীভাবে সেই সমস্যার সমাধান করবে? আপনার ব্যবসার আইডিয়ায় কোনও ফাঁক থাকলে এই ধাপে তা ধরা পড়বে। আপনার পণ্য বা পরিষেবাটি কী ভাবে আপনার ক্রেতার জীবনের মানকে উন্নত করবে সে বিষয়ে আপনার নিজের পরিষ্কার ধারণা না থাকলে আপনি আপনার ক্রেতাকেও কোনওদিন তা কেনার জন্য রাজি করাতে পারবেন না।

২. গ্রাহক কেন আপনার থেকে এই পণ্য বা পরিষেবাটি নেবেন?

পণ্য বা পরিবেষাটি নির্দিষ্ট হলে পরবর্তী প্রশ্ন হল একজন ক্রেতা কেন আপনার থেকে এটি নিতে চাইবেন। আপনার ব্যবসা কোন সমস্যা সমাধান করবে ও কাদের জন্য সেই সমস্যার সমাধান করবে এই দুটি বিষয়ে চিহ্নিত করার পর দেখুন বাজারে কারা ইতিমধ্যেই সেই সমস্যার সমাধান যোগাচ্ছে।

ভেবে দেখুন, আপনার ব্যবসার আইডিয়ার অভিনবত্ব কী যা আপনাকে আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে রাখবে?

যদি এই প্রশ্নের উত্তর খুঁজে না পান তাহলে এমন এক বা একাধিক উপাদান নিয়ে আসুন যা আপনার ব্যবসার আইডিয়াটিকে অভিনব করে তুলবে।

৩. আপনি কেন এই ব্যবসাটি করতে চাইছেন?

No alt text provided for this image

পরবর্তী প্রশ্ন হবে আপনি কেন এই নির্দিষ্ট ব্যবসাটি করতে চাইছেন?

সব রকম বাধা বিপত্তি পেরিয়ে আপনি কী এই ব্যবসাটি এগিয়ে নিয়ে যেতে পারবেন?

আপনার দক্ষতা ও যোগ্যতা কী এই ব্যবসাটির জন্য উপযুক্ত?

আপনার কী বিষয়টির প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে?

এই প্রতিটি প্রশ্নের উত্তর লিখুন।

যে প্রাথমিক দিনগুলো কঠিন হতে পারে, এমন কি ব্যবসায় সাফল্যলাভের পরও অনেক সময়ই নানা সমস্যার সম্মুখীন হতে হয় ফলে বিষয়টি সম্পর্কে যথেষ্ট আগ্রহ থাকা কাম্য। সাফল্য নির্ভর করে আপনার দক্ষতা ও যোগ্যতার। একজন একই ব্যবসার আইডিয়া নিয়ে প্রচুর উন্নতি করতে পারে অন্য একজন সেই ব্যবসার আইডিয়া নিয়ে শুরু করেও ব্যবসায় মার খেতে পারে। ফলে সংশ্লিষ্ট ব্যবসার জন্য আপনার যথেষ্ট যোগ্যতা ও দক্ষতা রয়েছে কি না তা যাচাই করে নিন।

৪. সম্ভাব্য ক্রেতার সঙ্গে কথা বলুন

আপনার সম্ভাব্য ক্রেতা কারা, তাঁদের কোন প্রয়োজন আপনি মেটাতে চাইছেন সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাঁদের থেকে মতামত নিন।

সমাজের যে অংশের প্রয়োজন আপনি মেটাতে চাইছেন সেই অংশের মানুষের সঙ্গে কথা বলুন। সে আপনার আত্মীয়, বন্ধু বা তাদের পরিচিত মানুষ হতে পারে।

আপনার ব্যবসার আইডিয়াটি তাদের ভাল লাগছে কি না সেকথা জানতে চাইবেন না, জানতে চান এই পণ্য বা পরিষেবাটি পেতে তারা পয়সা খরচ করতে ইচ্ছুক কি না।

No alt text provided for this image

বুঝতে চেষ্টা করুন তাদের সত্যিই এই প্রয়োজন রয়েছে কি না, থাকলে আপনার পণ্য বা পরিষেবার মাধ্যমে তারা সেই প্রয়োজন মেটাতে চাইবেন কি না।

প্রয়োজনে লিখিত প্রশ্নপত্র তৈরি করে সম্ভাব্য ক্রেতার কাছে যান। তারা কী চাইছেন তা বোঝার চেষ্টা করুন। বিভিন্ন প্রাপ্ত উত্তরের মধ্যে তুলনা করে যাচাই করে নিন আপনার ব্যবসার আইডিয়ার বাজার মূল্য কতটা।

প্রয়োজন পড়লে ব্যবসার আইডিয়া পরিমার্জন করুন। জানতে চান এই পরিষেবা বা পণ্যের জন্য কতটা পর্যন্ত দাম তারা দিতে ইচ্ছুক এবং সক্ষম।

৫. আপনার পণ্য বা পরিষেবার দাম নির্ধারণ করুন

No alt text provided for this image

সম্ভাব্য ক্রেতাদের উত্তরের ভিত্তিতে নির্ধারণ করুন আপনার পণ্য বা পরিষেবাটির বাজারমূল্য কত হতে পারে। কত টাকা দিয়ে তাঁরা সেই পণ্য বা পরিষেবা কিনতে রাজি আছেন এবং তাদের সেই টাকা খরচ করার সামর্থ্য রয়েছে কি না।

এর পর হিসেব করুন সেই টাকায় বিক্রি করলে আপনার লাভ হবে কি না। আপনার ছোট ব্যবসার জন্য প্রয়োজনীয় যাবতীয় উপাদানের দাম, আপনার দক্ষতা, পরিশ্রম ও সময়ের দাম সব কিছু হিসেব করে দেখুন আদৌ এই ব্যবসার আইডিয়াটি নিয়ে এগোলে আপনি লাভ করতে পারবেন কি না, আপনার প্রয়োজনীয় উপার্জন এই ব্যবসা থেকে আসবে কি না।

আজ এইটুকুই থাক.. আগামীতে এটার বেশ বড় একটা লিখা আসবে…. ধন্যবাদ আর ভালোবাসা তাদের জন্য যারা একটু হলেও পড়েছেন আর নিজের স্ট্রাটিজি নিয়ে ভাবছেন…