ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

শনিবার স্কুল খোলা নাকি বন্ধ—কি বলছে শিক্ষা মন্ত্রণালয়

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৬:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • / 133
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

‘আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে’—এমন তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যদিও ফেসবুকে ছড়ানো এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সিকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।’ অযথা কোনো গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান এ কর্মকর্তা।

এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার খবরে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষকরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি দুইদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুইদিন হলে স্কুলেও থাকতে হবে।

ক্ষোভ প্রকাশ করে মো. জাহাঙ্গীর হোসেন লিখেছেন, ‘সাপ্তাহিক বন্ধন একদিনের বিষয়টি সত্য হোক কিংবা মিথ্যা হোক এটা নিয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের মাঝে মতপার্থক্য তৈরি হয়েছে। যারা সাপ্তাহিক বন্ধ ১ দিন করার পক্ষে; তারা যুক্তি দিচ্ছেন যে, সাপ্তাহিক বন্ধ ২ দিন হওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। কিন্তু তারা নিজেরা আবার চাকরিতে সাপ্তাহিক বন্ধ ২ দিন ভোগ করছেন। পৃথিবীর সব দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ। তাহলে আমাদের দেশে থাকবে না কেন? তাছাড়া আগে যখন সাপ্তাহিক বন্ধ ১ দিন ছিল তখন কিন্তু বৃহস্পতিবারে দুপুর ১ টায় ছুটি হয়ে যেত। তারমানে আগেও শিক্ষকরা দেড় দিন ছুটি ভোগ করত। এখন আরেকটু বেড়ে ২ দিন হয়েছে তাতে সমস্যার কিছু দেখছি না৷

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শনিবার স্কুল খোলা নাকি বন্ধ—কি বলছে শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় : ০৬:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

 

‘আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে’—এমন তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যদিও ফেসবুকে ছড়ানো এমন তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মন্ত্রণালয় ও মাউশি জানিয়েছে, ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা। এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জানতে চাইলে মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দূর্গা রানী সিকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এখনো সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।’

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।’ অযথা কোনো গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধও জানান এ কর্মকর্তা।

এদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার খবরে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষকরা। তারা বলছেন, সাপ্তাহিক ছুটি দুইদিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুইদিন হলে স্কুলেও থাকতে হবে।

ক্ষোভ প্রকাশ করে মো. জাহাঙ্গীর হোসেন লিখেছেন, ‘সাপ্তাহিক বন্ধন একদিনের বিষয়টি সত্য হোক কিংবা মিথ্যা হোক এটা নিয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীদের মাঝে মতপার্থক্য তৈরি হয়েছে। যারা সাপ্তাহিক বন্ধ ১ দিন করার পক্ষে; তারা যুক্তি দিচ্ছেন যে, সাপ্তাহিক বন্ধ ২ দিন হওয়ার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। কিন্তু তারা নিজেরা আবার চাকরিতে সাপ্তাহিক বন্ধ ২ দিন ভোগ করছেন। পৃথিবীর সব দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান ২ দিন বন্ধ। তাহলে আমাদের দেশে থাকবে না কেন? তাছাড়া আগে যখন সাপ্তাহিক বন্ধ ১ দিন ছিল তখন কিন্তু বৃহস্পতিবারে দুপুর ১ টায় ছুটি হয়ে যেত। তারমানে আগেও শিক্ষকরা দেড় দিন ছুটি ভোগ করত। এখন আরেকটু বেড়ে ২ দিন হয়েছে তাতে সমস্যার কিছু দেখছি না৷