শহীদ নাফিজের লাশবাহী রিকশা জাদুঘরে সংরক্ষিত হবে
- আপডেট সময় : ০৭:০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / 67
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র শহীদ গোলাম নাফিজের লাশ বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণভবন পরিদর্শন শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
উপদেষ্টা নাহিদ ইসলাম সেদিন নাফিজকে হাসপাতালে নিয়ে যেতে সাহসিকতার পরিচয় দেওয়া রিকশাচালক নূর মোহাম্মদের প্রশংসা করেন। তিনি নূর মোহাম্মদকে আর্থিক সহায়তারও আশ্বাস দেন।
৫ নভেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন ঘটনার বর্ণনা করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নূর মোহাম্মদ জীবিকার তাগিদে রিকশাটি বিক্রি করে দিয়েছেন। এই প্রতিবেদন পড়েই উপদেষ্টা নাহিদ ইসলাম রিকশা ও রিকশাচালককে খুঁজে বের করার নির্দেশ দেন।
পরে জানা যায়, লন্ডনপ্রবাসী আহসানুল কবির সিদ্দিকী কায়সারের কাছে ৩৫ হাজার টাকায় রিকশাটি বিক্রি করেছেন নূর মোহাম্মদ। রিকশাটির ঐতিহাসিক গুরুত্ব জানার পর কায়সার এটি জাদুঘরে দান করতে আগ্রহ প্রকাশ করেন।
বৃহস্পতিবার জাদুঘর কমিটির যুগ্ম আহ্বায়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের কাছে আনুষ্ঠানিকভাবে রিকশাটি হস্তান্তর করা হয়।
প্রতিবেদনে স্মরণ করা হয়, গত ৪ আগস্ট ঢাকার ফার্মগেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র গোলাম নাফিজকে গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধ নাফিজকে পুলিশ একটি রিকশায় তুলে দেয়। তখনও নাফিজ বেঁচে ছিলেন। রিকশার রড ধরে রেখেছিলেন তিনি। রিকশাচালক নূর মোহাম্মদ তাকে হাসপাতালে নিয়ে গেলেও অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।