শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা যাবে না
- আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে
‘শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা সৃষ্টি করা যাবে না’
উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক। ছবি : কালের কণ্ঠ
ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক বলেছেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা হবে না। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান দেশের সম্পদ। এই সম্পদ বা প্রতিষ্ঠানের সুনাম যেন কেউ কোনো দলের পরিচয়ে নষ্ট পরতে না পারে, সেদিকে আমাদের সকলের খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু আশফাক বলেন, শিক্ষক বা প্রতিষ্ঠানের কোনো দুর্নীতি থাকলে আইনগতভাবে যথাযথ কর্তৃপক্ষ সেগুলোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। জোড় করে কাউকে পদত্যাগে বাধ্য করা বা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে অরাজকতা সৃষ্টি করা কোনোভাবেই করা যাবে না।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ জালাল, উপজেলা শিক্ষক সমিতি সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, সহ-সভাপতি আবু শফিক খন্দকার মাসুদ প্রমুখ।