‘শেখ হাসিনা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন’ দিল্লিকে ঢাকা
- আপডেট সময় : ০৬:৩১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / 73
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বিভিন্ন কথাবার্তা বলে এক ধরনের উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে আমাদের উদ্বেগ ভারতকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ কূটনীতিকের সঙ্গে বৈঠকের বিষয়ে এ সংবাদ ব্রিফিং হয়।
বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকের বিষয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, বৈঠকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় এবং সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী। জুলাই-আগস্ট বিপ্লব ভারত মনিটর করেছে। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই। আমরা যে বিমসটেকে আছি সেটাও বলেছি। আমাদের বিষয়ে বিভিন্ন যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে সেটার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে।
আসাদের আয়নাঘরে এক মিনিটেই বিচার, ফাঁসির দিন পার্টি!আসাদের আয়নাঘরে এক মিনিটেই বিচার, ফাঁসির দিন পার্টি!
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের ইমেজকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। জুলাই-আগস্টের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এ বিষয়ে ভারতের বক্তব্য তাদের সরকার কোনোভাবে দায়ী না। সরকার এগুলো করছে না, এমনকি এগুলো তারা ‘ওউনও’ করছে না। এগুলো বিভিন্ন মিডিয়া ও সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে।
ভারতে বাংলাদেশ মিশনে হামলা ও ভিসার বিষয়ে উপদেষ্টা রিজওয়ানা বলেন, ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারা ভিসা বাড়ানোর উদ্যোগ নেবেন। উপ-হাইকমিশনে সহিংস আচরণের বিষয়ে আমরা আগেই প্রতিবাদ জানিয়েছি এবং তারা দুঃখপ্রকাশ করেছে।
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: বিক্রম মিশ্রিবাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত: বিক্রম মিশ্রি
তিনি বলেন, প্রোপাগান্ডার জবাব লিখিত ও মৌখিক বহুভাবে আমরা বলেছি। যতগুলো ঘটনা ঘটেছে সেগুলো সাম্প্রদায়িক দেখানোর সুযোগ কম। সেগুলো ব্যক্তিগত ও বেশিরভাগই রাজনৈতিক। আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকার এটার অংশ না এবং কোনো ঘটনা বরদাশত করছে না। কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে