সাইকেল স্টান্ট থেকে ভ্লগিং:রাকিব হোসাইনের উত্থান ও বিতর্ক

- আপডেট সময় : ০৬:৫৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 19
তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার। ফলোয়ার সাবস্ত্রাইবারে তৌহিদ আফ্রিদি কিংবা শামীম হাসান সরকারদের মত স্টারদের পেছনে ফেলেছেন অনেক আগেই। হয়েছেন ইউটিউবের ফিচার। বলছি ইউটিউবার রাকিব হোসাইনের কথা। যার ভিডিও আপলোড করা মাত্রই দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন। তাঁর প্রায় প্রতিটি ভিডিও মিলিয়ন ভিউ পার করে ফেলে।
রাকিব ভ্লগে দুঃসাহসিক অভিযানের ভিডিও আপলোড করলেও, শুরুটা হয়েছিল সাইকেল স্ট্যান্ডিং দিয়ে। কিন্তু সাইকেল স্টান্টিং করতে গেলে অনেক ক্ষয়ক্ষতির শিকার হতে হয় দেখে তিনি বর্তমানে এ ধরনের সাইকেল স্টান্টিংয়ের ভিডিও থেকে বিরত আছেন। এখন বিভিন্ন ফানি ভিডিওর পাশাপাশি ট্যুর, চ্যালেঞ্জিং ভিডিওগুলো করে থাকেন।
ইউটিউবে রাকিব হোসাইনের যাত্রা শুরু হয় ২০১৯ সালে। তখন তাঁর কাছে একটি স্মার্টফোন বাদে তেমন কিছুই ছিল না। শখের বসে সেই স্মার্টফোন নিয়েই নেমে পড়েন। শুরুতে খুব একটা সাড়া পাননি। তবে হতাশ হননি। একটানা ভিডিও বানিয়ে গেছেন। ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আসার পর থেকেই তাঁর চ্যানেলের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকে।
শুরু থেকেই রাকিব চেয়েছিলেন সকলের সামনে নিজেকে অন্যভাবে উপস্থাপন করতে। সেজন্য প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে তিনি সাইকেল স্টান্ট শুরু করেন। আর সাইকেল স্ট্যান্ট-এর নানা ভিডিও আপলোড করতে থাকেন সোশ্যাল সাইটে। যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়।
সাইকেল স্ট্যান্ট দিয়ে নিজেকে পরিচিতি করে তুললেও ইউটিউবার রাকিব হোসাইন দ্রুতই ভ্লগিং এবং ফানি ভিডিও তৈরীতে মনোনিবেশ করেন। ভ্লগিং এর পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন জায়গায় গিয়ে ভিডিও তৈরী করেছেন তিনি। গিয়েছেন নেপাল, দুবাই, মালয়েশিয়ার মত অনেক পর্যটন সমৃদ্ধ দেশে।
অভিযোগ রয়েছে, নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে দিনের পর দিন সস্তা কন্টেন্ট তৈরী করছেন রাকিব হোসাইন। কখনো ব্যক্তিগত জীবন নিয়ে, কখনো পেশার জায়গা থেকে রাকিব হোসাইনকে নিয়ে সবসময়ই থাকে আলোচনা, সমালোচনা।