সেদিন বিটিভিতে কেন গিয়েছিলেন জানালেন স্বাগতা
- আপডেট সময় : ০২:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৫০৬৪ বার পড়া হয়েছে
ছাত্রদের কোটা আন্দোলন চলাকালে বেশক’জন শিল্পী তখন শেখ হাসিনা সরকারের পক্ষে বাংলাদেশ টেলিভিশনে গিয়ে বক্তব্য দেন। তারা সবাই সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেয়ার কথা বলেন। এ নিয়ে তখন থেকেই বিটিভিতে যাওয়া সেসব শিল্পী ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সেই রেশ কাটতে না কাটতেই ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু শিল্পীর সরকারের পক্ষে কাজ করার আলোচনার স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এই দুই জায়গাতেই নাম ছিল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার। সম্প্রতি নিজের বিটিভিতে যাওয়ার ব্যাপারে পরিষ্কার করতে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, বিটিভি’র সঙ্গে আমার ইমোশনাল কানেকশন আছে। ছোটবেলা থেকে আমি নানা কাজে জড়িত এখানে। আমার বাবাও বিটিভি’র মিউজিক প্রডিউসার ছিলেন। তবে আমার সেদিনের বিটিভিতে যাওয়া আর এ ইমোশনাল অ্যাটাচমেন্ট এর বিষয়টি সম্পূর্ণ আলাদা। যেদিন বিটিভিতে গেলাম তার আগের দিন আমার বন্ধু ফোন দিলো।
তখন পিএম শেখ হাসিনা একটি ভাষণ দেন, যা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। তার পরপরই আমার এক সহকর্মী ফোন করে বলে, দেশের যে পরিস্থিতি তাতে কি আমাদের চুপ থাকা উচিত। তখন আমি বলি, না একদমই না। তারপর সে জানালো আমরা সব শিল্পীরা মিলে প্রোটেস্ট করবো। এই অরাজকতা আমরা চাই না। আমি বললাম, আমিও চাই না অরাজকতা। শাহবাগে ছাত্ররা আন্দোলন করছে, আমরা বিটিভিতে করবো। যেন সরকার এর সমাধান করে। তবে বিটিভিতে গিয়ে আমি বুঝতে পারি ছাত্রদের প্রোটেস্টের বিরুদ্ধে ওরা দাঁড়িয়েছে। তখন আমি ওই জায়গা ত্যাগ করি। এক সহকর্মী ফোন দিয়ে বলে ওরা ঢাকা মেডিকেল যাচ্ছে, তুমি যাবে কিনা। আমি বললাম, যাবো না। কারণ আমাকে যে কথা বলে আনা হয়েছে আসলে সেটা হচ্ছে না। একইভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপেও তার নাম দেয়া হয় বলে জানান স্বাগতা।