ইবিতে রোভার স্কাউটের বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / 139
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ৮টায় অনলাইনে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের আয়োজনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল রচিত ‘রোভারিং টু সাকসেস’ বই থেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এতে প্রথম স্থান অর্জন করে আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জাহাঙ্গীর আলম, দ্বিতীয় স্থান অর্জন করে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস এবং তৃতীয় স্থান অর্জন করে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তারিকুল ইসলাম তারেক।
ইবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট ও ইউনিট কাউন্সিল সভাপতি আখতার হোসেন আজাদ বলেন, স্কাউট আন্দোলন একজন শিক্ষার্থীকে সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। রোভারিং টু সাকসেস বই থেকে শিক্ষার্থীরা জীবনমুখী জ্ঞানার্জন লাভ করতে পারবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের স্কাউট আন্দোলনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ বই পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।