ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ পালনের ঘোষণা আনিসুল হকের মুক্তি চেয়ে পোস্টার দিল্লিতে গৃহবন্দী শেখ হাসিনা? গ্যাস-বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ মোদি-হাসিনা মাইনাস: ট্রাম্পের আস্থায় এখন ড. ইউনূস! মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশ নিয়ে ভাইরাল ভিডিওর আসল ঘটনা আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব’: শেখ হাসিনা অপরাধী হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক চাপে ভারত ইন্টারপোলের জালে বেনজীর হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে! এটুআই ছিল মিলেমিশে লুটপাটের প্রকল্প আওয়ামী লুটপাটে পঙ্গু ইডিসিএল বিদেশেও বিচার সম্ভব শেখ হাসিনার ‘দুঃখিত, আপা! এটাই শেষ!!’ : হাসিনার উদ্দেশ্য প্রেস সচিব জাতীয় সংসদ ভোটের পর পুলিশে পদকের মচ্ছব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশন প্রফেসর ইউনূস ও তার দাবার চাল। পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ, আসছে নতুন দল

হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 39
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর মন্তব্য করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার বিরুদ্ধে ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। সেখানে তিনি বলেছেন, হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগড়ে দিচ্ছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১টা ২১ মিনিটে তিনি এই স্ট্যাটাস দেন। তিনি লিখেন-

‘ক্রমাগত মিথ্যের ফুলঝুরি ছড়াবার মতন একটা ক্রিয়েটিভ দক্ষতা তার ছিল। কিন্তু এখন তার কথাবার্তা শুনে হতাশ হচ্ছি। তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন। নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না। সেই সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগড়ে দিচ্ছেন। নতুন করে মিথ্যে কেচ্ছা-কাহিনী ফাঁদার এই ব্যর্থতা প্রমাণ করছে যে, তিনি ফুরিয়ে গেছেন। খুব মনোটোনাস ও ক্লিশে হয়ে পড়েছে তার কথাবার্তা’।

‘এখন তিনি নতুন কোনো কুকথা বলতে পারছেন না। নতুন ধারার কুৎসিত গালিগালাজও উদ্ভাবন করতে পারেন না। নতুন কোনো ব্লাফ কৈ হাসিনার? বিশ্বাসযোগ্য টাটকা ধাপ্পাবাজির ক্ষমতাও কি তিনি হারিয়ে ফেলেছেন? সেই একঘেঁয়ে পুরনো মিথ্যা তো আর চলেনা। শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন। তার কাঁদো কাঁদো অভিনয়, ভিক্টিম কার্ড খেলা, শিগগিরই চিত্র পালটে দেয়ার দম্ভ, উস্কানি, মানবতার দোহাই, স্বজন হারানোর বেদনা এবং ‘‘আমার কী অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন’’ এসব এখন কেবলই চর্বিত চর্বন’।

‘লাখো কোটি টাকা লুটের পর হাসিনার ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না। হত্যা করে তার দায় অন্যের ওপর চাপাবার ব্যাপারে হাসিনার ফাঁদা ষড়যন্ত্র তত্ত্বের পৃষ্ঠাও সকলের অনেকবার পড়া হয়ে গেছে। তার রুচিহীন ভক্তরা পর্যন্ত এখন পুরোই হতাশ হচ্ছে হাসিনার পুওর পারফর্ম্যান্সে। সবাই বুঝতে পাচ্ছে হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। আহাম্মকের স্বর্গবাসী ছাড়া আর কেউ তার পুনরুত্থানের স্বপ্নে বিশ্বাস করবে না, করছে না।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন

আপডেট সময় : ১০:৩৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও ছাত্র-জনতার বিরুদ্ধে একের পর মন্তব্য করে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার তার বিরুদ্ধে ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। সেখানে তিনি বলেছেন, হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগড়ে দিচ্ছেন।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১টা ২১ মিনিটে তিনি এই স্ট্যাটাস দেন। তিনি লিখেন-

‘ক্রমাগত মিথ্যের ফুলঝুরি ছড়াবার মতন একটা ক্রিয়েটিভ দক্ষতা তার ছিল। কিন্তু এখন তার কথাবার্তা শুনে হতাশ হচ্ছি। তিনি সব সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন। নতুন করে মিথ্যাচারিতা করতে পারছেন না। সেই সব পুরনো বস্তাপচা মিথ্যাগুলোই উগড়ে দিচ্ছেন। নতুন করে মিথ্যে কেচ্ছা-কাহিনী ফাঁদার এই ব্যর্থতা প্রমাণ করছে যে, তিনি ফুরিয়ে গেছেন। খুব মনোটোনাস ও ক্লিশে হয়ে পড়েছে তার কথাবার্তা’।

‘এখন তিনি নতুন কোনো কুকথা বলতে পারছেন না। নতুন ধারার কুৎসিত গালিগালাজও উদ্ভাবন করতে পারেন না। নতুন কোনো ব্লাফ কৈ হাসিনার? বিশ্বাসযোগ্য টাটকা ধাপ্পাবাজির ক্ষমতাও কি তিনি হারিয়ে ফেলেছেন? সেই একঘেঁয়ে পুরনো মিথ্যা তো আর চলেনা। শেখ হাসিনা এখন পুরাই বিবর্ণ ও বিনোদনহীন। তার কাঁদো কাঁদো অভিনয়, ভিক্টিম কার্ড খেলা, শিগগিরই চিত্র পালটে দেয়ার দম্ভ, উস্কানি, মানবতার দোহাই, স্বজন হারানোর বেদনা এবং ‘‘আমার কী অপরাধ দেশবাসীর কাছে প্রশ্ন’’ এসব এখন কেবলই চর্বিত চর্বন’।

‘লাখো কোটি টাকা লুটের পর হাসিনার ত্যাগের গল্প নতুন করে কোনো আবেদন সৃষ্টি করতে পারছে না। হত্যা করে তার দায় অন্যের ওপর চাপাবার ব্যাপারে হাসিনার ফাঁদা ষড়যন্ত্র তত্ত্বের পৃষ্ঠাও সকলের অনেকবার পড়া হয়ে গেছে। তার রুচিহীন ভক্তরা পর্যন্ত এখন পুরোই হতাশ হচ্ছে হাসিনার পুওর পারফর্ম্যান্সে। সবাই বুঝতে পাচ্ছে হাসিনা বুড়িয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, নিঃশেষ হয়ে গেছেন। আহাম্মকের স্বর্গবাসী ছাড়া আর কেউ তার পুনরুত্থানের স্বপ্নে বিশ্বাস করবে না, করছে না।’