২০ তারিখ থেকে শুক্রবারে মেট্রোরেল চলবে
- আপডেট সময় : ০৫:৩৪:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১২৫ বার পড়া হয়েছে
২০ তারিখ থেকে শুক্রবারে ও মেট্রোরেল চলবে।
২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল
অবশেষে শুক্রবারে মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সরকারি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গতকাল মঙ্গলবার জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার থেকে বিকালবেলা চলবে মেট্রোরেল। একই দিন থেকে কাজীপাড়া স্টেশনটি চালু করা হবে।
তিনি জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর চলতি সপ্তাহ থেকে শুক্রবারও মেট্রোরেল চালানোর চেষ্টা চলছে। এই শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী ওনামার জন্য কাজীপাড়া স্টেশনটি পরিচালনার জন্য প্রস্তুত করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এরপর ২৫ আগস্ট মেট্রোরেলের কার্যক্রম পুনরায় শুরু হলেও এই দুটি স্টেশনে কোনো ট্রেন থামতে পারছে না। ৫ আগস্টের আগে বিগত আওয়ামী লীগ সরকার জানিয়েছিল এ দুটি স্টেশন চালু হতে এক বছরের মতো সময় লাগবে।
মোহাম্মদ আবদুর রউফ বলেন, যাত্রীদের জন্য দুটি স্টেশন প্রস্তুত করতে কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মিরপুর-১০ নম্বর স্টেশনটি আপাতত বন্ধই থাকবে। এই স্টেশনটি ভয়াবহভাবে ধ্বংসপ্রাপ্ত হওয়ায় এর মেশিনপত্র সব নতুন করে সংগ্রহ ও সংযোজন করতে হবে। এ জন্য কমপক্ষে ৬ মাস সময় লাগতে পারে। মিরপুর-১০ নম্বর স্টেশনে যাত্রীচাপ অত্যন্ত বেশি। তারপরও স্টেশনটি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই দুর্ভোগ এই মুহূর্তে দূর করার কোনো উপায় নেই ডিএমটিসিএলের হাতে। তবে মেট্রোরেলের সাপ্তাহিক বিরতি ছিল শুক্রবার। জনপ্রিয় এ নতুন নাগরিক বাহনটি এতদিন শুক্রবার চালানো হয়নি যাত্রী সংকটের কথা ভেবে। তবে এখন যাত্রী চাহিদা থাকায় সাপ্তাহিক ছুটির দিনেও চালু হচ্ছে মেট্রোরেল।