ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস ঐতিয্য
  3. ইসলাম
  4. কর্পোরেট
  5. খেলার মাঠে
  6. জাতীয়
  7. জীবনযাপন
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. নারী কন্ঠ
  11. প্রেস বিজ্ঞপ্তি
  12. ফার্মাসিস্ট কর্নার
  13. ফিচার
  14. ফ্যাশন
  15. বিনোদন

‘যৌনতা ছাড়া কিছু নেই’, মুক্তির আগেই প্রবল বিতর্কের মুখে এই ওয়েব সিরিজ

ডেস্ক নিউজ
অক্টোবর ২১, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

‘ফোর মোর শটস প্লিজ!’–এর চার অভিনয়শিল্পী

‘ফোর মোর শটস প্লিজ!’–এর চার অভিনয়শিল্পী
ছবি : সংগৃহীত

‘ফোর মোর শটস প্লিজ!’—এর তৃতীয় কিস্তি মুক্তি পাওয়ার কথা ২১ অক্টোবর। এর আগে মুক্তি পাওয়া ট্রেলার দেখে অনেক দর্শকই মন্তব্য করেছেন, সিরিজটিতে যৌনতা ছাড়া কিছু নেই। দর্শকের এমন প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন সিরিজের অভিনেত্রীরা।
‘ফোর মোর শটস প্লিজ!’—এ অভিনয় করেছেন সায়নী গুপ্ত, বানি জে, কীর্তি কুলহারি ও মানবী গাগরু।

‘ফোর মোর শটস প্লিজ!’–এর একটি দৃশ্য

‘ফোর মোর শটস প্লিজ!’–এর একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

দর্শকের প্রতিক্রিয়া নিয়ে কীর্তি কুলহারি বলেন, ‘যৌনতা এ সিরিজের বড় অংশজুড়ে আছে। কেবল তো এ সিরিজ নয়, দুনিয়াজুড়েই যৌনতা গুরুত্বপূর্ণ ব্যাপার।’ তবে অভিনেত্রী বলেছেন, সিরিজটি নিয়ে মানুষের প্রতিক্রিয়া মাথা পেতে নিতে প্রস্তুত তাঁরা। কীর্তি বলেন, সবাই নিজেদের মতপ্রকাশের অধিকার আছে।

‘ফোর মোর শটস প্লিজ!’–এ আছেন কীর্তি কুলহারি

‘ফোর মোর শটস প্লিজ!’–এ আছেন কীর্তি কুলহারি
ইনস্টাগ্রাম

তবে আরেক অভিনেত্রী সায়নী গুপ্ত মনে করেন, মানুষের সমালোচনার বড় কারণ অন্য। তাঁর মতে, সিরিজটিতে নারীরা যে নিজেদের সঙ্গী নিজেরাই বেছে নিচ্ছেন, সেটা নিয়েই অনেকের আপত্তি। তিনি জানান, তাঁর সার কথা হলো, নারীদের যৌন স্বাধীনতা নিয়ে কথা বলতে গেলে সমালোচনা হবেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো । বিডিসারাদিন২৪'এ প্রকাশিত নারীকন্ঠ,মতামত লেখার বিষয়বস্তু, ক্রিয়া-প্রতিক্রিয়া ও মন্তব্যসমুহ সম্পূর্ণ লেখকের নিজস্ব। প্রকাশিত সকল লেখার বিষয়বস্তু ও মতামত বিডিসারাদিন২৪ 'র সম্পাদকীয় নীতির সাথে সম্পুর্নভাবে মিলে যাবে এমন নয়। লেখকের কোনো লেখার বিষয়বস্তু বা বক্তব্যের যথার্থতার আইনগত বা অন্যকোনো দায় বিডিসারাদিন২৪ কর্তৃপক্ষ বহন করতে বাধ্য নয়। বিডিসারাদিন২৪ 'তে প্রকাশিত কোনো লেখা বিনা অনুমতিতে অন্য কোথাও প্রকাশ কপিরাইট আইনের লংঘন বলে গণ্য হবে।