এক-এগারো পরবর্তী এক ছাত্র বিক্ষোভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেনকে কারাবাসে থাকতে হয়। তখন তাঁর সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করতে যেতেন সে সময়কার উপাচার্য এসএমএ ফায়েজ। উপাচার্য যখন প্রবেশ করতেন, তখন ছোট পকেট গেট দিয়ে মাথা নিচু করে ঢুকতে হতো। কিন্তু রাজনৈতিক মতাদর্শগত বৈপরীত্য থাকা সত্ত্বেও অধ্যাপক আনোয়ার হোসেন তখন দায়িত্বে থাকা ডিআইজি প্রিজনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে দেখতে আসার জন্য মাথা নিচু করে ছোট গেট দিয়ে কেন আসবেন! তিনি এলে যেন বড় ফটক খুলে তাঁর প্রবেশের ব্যবস্থা করা হয়।