‘Color Bubble Lifestyle’ – স্টাইলিশ লুক, বাজেট ফ্রেন্ডলি প্রাইস

- আপডেট সময় : ০৬:৫১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 50
‘Color Bubble Lifestyle’ এর পথচলা খুব অল্প সময়ের। ২০২৩ সালে অনেকটা সখ থেকেই ‘Color Bubble Lifestyle’ এর পথচলা শুরু।ছোট ছোট সখই একটা সময় মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে।ইয়াং জেনারেশনের মেয়েরা এবং স্টুডেন্টদের কে রিজেনেবল প্রাইস এর মধ্যে ভালো মানের এবং ইম্পোর্টেড কালেকশন দেওয়ার জন্যই ‘Color Bubble Lifestyle’ এর এই ছোট একটা চেষ্টা।মেয়েরা যারা রিজেনেবল প্রাইস এ বিদেশি ব্যাগ,কানের দুল,পেন্ডেন্ট,ফিংগার রিং এসব কেনার শখ করে।তাদের চাহিদা পূরণে আমরা থাইল্যান্ড,ইন্ডিয়া থেকে প্রোডাক্ট গুলো ইম্পোর্ট করছি।এত কম সময়ে এত ভালো সারা পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত আর সামনে আরো কিছু প্রোডাক্ট লাইন বাড়ানোর ইচ্ছা আছে।এই পেইজ থেকে প্রি-অর্ডার করেও প্রোডাক্ট নেওয়া যাবে।এখন পর্যন্ত কাস্টমারদের খুব ভালো রিভিউ পাচ্ছি। প্রায় সব গুলো প্রোডাক্ট এই কালার ওয়ারেন্টি থাকে।এগুলা রেগুলার ভার্সিটি,অফিস বা ক্যাজুয়াল অকেশন এ ইউজ করার মত। ‘Color Bubble Lifestyle’ সব সময়ই চেষ্টা করে ভালো মানের এবং রুচিশীল পণ্য তাদের কালেকশনে রাখতে।
এই পেইজটার সাথে জনপ্রিয় ফিমেইল ফেইসবুক গ্রুপ ফাম্স ফেস্টা এবং এর এডমিন শান্তুর কথা না বললেই না।তার গ্রুপটা এই পেইজ এর প্রোমোশনের জন্য আমাদের পাশে ছিলো সব সময়।আমাদের প্রোমোশনাল পার্টনার হিসেবে তাই শান্তু এবং Femme’s Festa আন্তরিক ধন্যবাদ।