শিরোনাম ::
আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো
বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ০৮:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ৫০০৫ বার পড়া হয়েছে
এক লোক একটা আস্ত বড় গরু গ্রীল করে তার মেয়েকে বললেন “আমার শুভাকাঙ্ক্ষীদের ভোজের জন্য ডাকো”
মেয়েটি রাস্তায় গিয়ে চিৎকার করতে থাকলো “আমাদের বাসায় আগুন লেগেছে কে কোথায় আছো আমাদের সাহায্য করো” অল্প কিছু সংখ্যক মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসলো। বাকিরা এমন ভাব করলো, যেনো তারা কিছু শুন’তেই পায়নি। যারা সাহায্যের জন্য আসলো তারা পেট পুরে মজাদার সেই খাবার খেলেন।
বাবা আশ্চর্য্য হয়ে মেয়েকে জিজ্ঞেস করলেন “মা যারা এসেছেন তাদের কাউকেই আমি চিনি না। আমাদের শুভাকাঙ্ক্ষীরা সব কোথায় ? মেয়েটি উত্তরে বললো “যারা এসেছে তারাই আমাদের শুভাকাঙ্ক্ষী” তারা কিন্তু খাবার খেতে আসেনি। তারা এসেছে আমাদের বাড়ির আগুন নিভাতে। এরাই আমাদের আপনজন।”
মুলত, যারা বিপদের সময় তোমার পাশে থাকেনি, তারা তোমার আনন্দের অংশীদারী হওয়ার যোগ্যতাও রাখে না।