শিরোনাম ::
একজন নারীর কোন কথাগুলি পুরুষেরা বুঝতে চান না, কিন্তু বোঝা উচিত?
মাহমুদুল হোসেন
- আপডেট সময় : ০৯:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ৫০০৮ বার পড়া হয়েছে
নারীর খুব সহজ ব্যাপারগুলো বেশিরভাগ পুরুষ বোঝে না। এটা দুই পক্ষেরই গাফিলতি। পুরুষেরা ইচ্ছা করেই বুঝতে চায় না। আবার নারীরা “বোঝেনা” বলে অভিযোগ করলেও, ওই “না বোঝাটা” উপভোগ করে।
- নারীরা পুরুষকে দেখানোর জন্য সাজে না, নিজের জন্য সাজে।
- নারীরা মিথ্যা প্রশংসা একেবারেই পছন্দ করে না।
- নারীরা মোটেও টাকা-পয়সা দেখে পুরুষকে পছন্দ করে না। পছন্দ করে তার স্ট্যাটাস দেখে
- নারীরা সিক্স প্যাক ফিগার আর সুদর্শন পুরুষ দেখে মজা পায়, কিন্তু নিজের জন্য তেমন পছন্দ করে না।
- নারীরা হেসে কথা বললেই, সেটাকে তার সম্মতি বলে ধরে নেওয়া যায় না।
- শাড়ির সাথে চুড়ির রংটা না মেলা, টিপটা কপালের মাঝখানে না হওয়া, ইত্যাদি বিষয় নারীর কাছে অনেক বড় সমস্য।
- নারীরা অপছন্দের মানুষের কাছ থেকে আকর্ষণ পেলেও, সেটা উপভোগ করে।
- আজকে যে জিনিসটা পছন্দ করে, যেটার জন্য একেবারে পাগল। কিছুদিন পরে সেটাই অপছন্দের জিনিস হতে পারে।
- কোন সমস্যা খুব সহজে সমাধান হয়ে গেলে, মনে হয় – নিশ্চয়ই এর পেছনে একটা ক্ষতি লুকিয়ে আছে। এজন্যে, নারীরা মাঝে মাঝে ছোট সমস্যা চলমান রাখে। সমাধান করতে পারলেও করে না।
- ভালোবাসা মানে শুধুই আদর সোহাগ নয়। রাগ, অভিমান, কান্না, চিৎকার, ভাঙচুর, ইত্যাদি সবকিছুই দিয়েই ভালোবাসা প্রকাশ করা যায়।
নারীদের এমনই অনেক কথা আছে, যেগুলো বেশিরভাগ পুরুষ বোঝে না, বুঝতেও চায় না। পুরুষেরা এসব বুঝলে হয়তো সম্পর্কগুলো আরেকটু সহজ হতো। কিন্তু, নারীর রহস্যময় আবেদন কমে যেতো। তাই, এসব না বোঝাই ভালো। নারী খানিকটা রহস্যময় থাকুক। এভাবে নারী আরো আকর্ষণীয় হয়ে উঠুক।