শিরোনাম ::
কবি নজরুলের বাড়িতে নিষিদ্ধ বইয়ের সন্ধানে পুলিশ

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ১০:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / 117
একদিন কলকাতার পুলিশ নজরুলের বাড়িতে নিষিদ্ধ বইয়ের সন্ধানে তল্লাশি করতে গেলো। অনেক খোঁজাখুঁজি করেও পুলিশ কিছু পেল না। বাড়ির জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে, অথচ নজরুল কোনো বাধা দিচ্ছেন না। পুলিশরা মোটামটি অবাকই৷
এমন সময় পুলিশের নজর গেল একটা বাক্সের দিকে। পুলিশ বাক্সের দিকে এগিয়ে যেতেই কবি পাগলের মতো হয়ে গেলেন। তিনি বললেন, “আর যা-ই করুন, এ বাক্সে হাত দেবেন না।” তবুও পুলিশ বাক্স খুলে ফেললো। সেখানে কবির প্রয়াত ছোট ছেলে বুলবুলের জামা, খেলনা সুন্দরভাবে সাজানো ছিলো। লজ্জিত পুলিশটি দেখলেন, নজরুলের চোখে পানি তখন টলমল করছে