শিরোনাম ::
কেন্দুয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান

বিডি সারাদিন২৪ নিউজ
- আপডেট সময় : ১১:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 127
কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় মেসার্স ঢাকা ব্রিকসে বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার নেত্রকোণা জেলা পরিবেশ অধিদপ্তর, কার্যালয়ের উদ্যোগে কেন্দুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেসার্স ঢাকা ব্রিকসে মোবাইল কোর্ট পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় মোবাইল কোর্টে বিচারিক হাকিমের দায়িত্ব পালন করেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাহমুদুল হাসান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন।
ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা-৫(১)(২)(৩) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
তথ্য সুত্র: পরিবেশ অধিদপ্তর
নেত্রকোণা জেলা কার্যালয়, নেত্রকোণা।