কেন্দুয়ায় কাঁচা রাস্তা পাকা করার দাবীতে মানববন্ধন

- আপডেট সময় : ০৫:১৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 244
মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া(নেত্রকোণা) প্রতিনিধিঃনেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিনয়নের জামতলা মোড় হতে বেঁজগাতি ব্রীজ পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করনের জন্য মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে ৪ গ্রামের এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসী মানববন্ধনে তাদের বক্তব্যে কাঁচা রাস্তাটি অতি দ্রুত পাকা করার জন্য দাবী জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায় ২ কিলোমিটার গ্রামীন কাঁচা সড়কের বেহাল দশায় জনচলাচলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার হাজারো মানুষ ও যানবাহন চালকরা। এ সড়কটির বিভিন্ন স্থানে খানা-খন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ।
বর্ষাকালে অল্প বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সড়কটি পাকা করন না করায় স্থানে স্থানে বৃষ্টিতে ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে কাঁদা সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি ও মোটরসাইকেল আরোহীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় জনগণ জানায়,এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুলের ছাত্র-ছাত্রীসহ এলাকার শত শত মানুষ আসা-যাওয়া করে।
এলাকার চালকরা জানান, বিভিন্ন পণ্যসামগ্রী আনা-নেওয়ার জন্য এই সড়কে যানবাহন চলাচল করে। অনেক সময় সড়কে গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী জানান, অসুস্থ বয়স্ক রোগীদের হাসপাতালে নিয়ে যেতে ভোগান্তিতে পড়তে হয় গাড়ি চালকদের। সড়কটি দ্রুত পাকা করণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানববন্ধনের মাধ্যমে তারা জোর দাবী জানিয়েছেন।