কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত
- আপডেট সময় : ০৮:১৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল তাজুল ইসলাম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার।
এঘটনাটি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউপির সহিলাটি গ্রামে ঘটে। নিহত তাজুল ইসলাম সহিলাটি গ্রামের মৃত জম্মত আলীর ছেলে।
সুত্র জানায়, নিহত তাজুল ইসলামের সাথে প্রতিপক্ষ লেহাজ উদ্দিন গংদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এরই জেরে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাজুল ইসলামের ওপর হামলা চালায় লেহাজ উদ্দিন গংরা।
এসময় বৃদ্ধ তাজুল ইসলামের ডাক-চিৎকারে তার মেয়ে হেনা আক্তার (৩০) ও স্ত্রী মরিয়ম আক্তার (৫৫) ছুটে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ওইদিন রাতে তাজুল ইসলামের শারীরিক অবস্থা অবনতি ঘটলে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার্ড ময়মনসিংহ মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক।
পরে রাতে তাকে ঢাকা নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। এঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান ওসি।