কেন্দুয়ায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু

- আপডেট সময় : ০১:৪৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 56
কেন্দুয়ায় তিন দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু
কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্যে তিন (৩) দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের তত্ত্বাবধানে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৪/২৫ অর্থবছরের কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয় আজ ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নেত্রকোণা জেলার উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “তেলজাতীয় ফসলের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমরা দেশের ভোজ্যতেলের চাহিদা মেটাতে সক্ষম হব । প্রতিমাসে অন্তত ১ লিটার সরিষার তেল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, যা স্বাস্থ্যের জন্য উপকারী ।” এছাড়াও তিনি তেল ফসলের আধুনিক প্রযুক্তি ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন ।
তাছাড়াও প্রচলিত শস্য বিন্যাসে স্বল্পমেয়াদী তেল ফসলের আধুনিক জাত অন্তর্ভুক্ত করে আবাদী এলাকা ১৫-২০% বৃদ্ধি করা, হেক্টর প্রতি ফলন ১৫-২০% বাড়ানো এবং গবেষণা প্রতিষ্ঠানের প্রজনন বীজের ব্যবহার নিশ্চিত করা -প্রকল্পের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয় ।
অন্যদিকে, ব্লকভিত্তিক কৃষক গ্রুপ গঠনের মাধ্যমে তেল ফসলের আবাদ সম্প্রসারণ, টেকসইকরণ এবং উৎপাদন বৃদ্ধি করে দেশের ভোজ্যতেল আমদানির ওপর নির্ভরতা হ্রাস করার ওপর গুরুত্বারোপ করা হয় প্রশিক্ষণ শালায় ।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার এবং প্রকল্প মনিটরিং অফিসার খায়রুল আমীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ।