কেন্দুয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

- আপডেট সময় : ০৯:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
- / 201
মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া(নেত্রকোনা)প্রতিনিধিঃ”নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে।
এ উপলক্ষে (২৫ মে) রোববার বিকালে কেন্দুয়া ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নিলুফা ইয়াসমিন নিপা । বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এ সময় ভূমি কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন-কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম,কেন্দুয়া উপজেলা কৃষকদলের সভাপতি মহসিন খান,কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান সহ ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে কর্মরত তহশিলদার বৃন্দ উপস্থিত ছিলেন।