কেন্দুয়ায় ভ্রাম্যমাণ বইমেলা

- আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 43
কেন্দুয়া প্রতিনিধিঃ বইমেলায় আসুন, বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন এমন উদাত্ত আহ্বানে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আলোকিত মানুষ গড়ার আন্দোলনের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও বিশ্বসাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে মিট লাইফ ফাউন্ডেশন এ মেলা আয়োজন সহযোগী হিসেবে রয়েছে। শনিবার থেকে মঙ্গলবার অর্থাৎ ২২ ফেব্রুয়ারী হতে ২৫ ফেব্রুয়ারী ৪ দিনব্যাপী প্রতিদিন বেলা ১২টা হতে সন্ধ্যা ৭ পর্যন্ত কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ বইমেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছিল বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন প্রকাশনাসহ দেশী বিদেশি সকল প্রখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত ১০হাজারেরও বেশি বিখ্যাত বই । যেমন- বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, কবিতার বই, রূপকথা, সায়েন্স ফিকশনসহ সব ধরনের বই । বইমেলার পাশাপাশি আরো বিভিন্ন বিষয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ।
ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মোঃ কামরুজ্জামান হোয়াটসঅ্যাপে জানান, ভ্রাম্যমাণ বইমেলায় ২০% -৩৫% পর্যন্ত বিশেষ মূল্য ছাড়ে বই বিক্রয় করা হবে এবং বিভিন্ন জায়গায় এ বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, ২২ ফেব্রুয়ারী বইমেলার প্রথম দিন । তবে ২৩ ফেব্রুয়ারী আনুমানিকভাবে উদ্বোধন করা হয়েছে । তিনি আরো বলেন, বই মানুষকে জীবাত্মা থেকে পরমাত্মায় নিয়ে যায় ও অন্ধকারের মানুষকে করে তুলে আলোকিত মানুষ । ২৩ ফ্রেব্রুয়ারী দুপুরের পর তিনি ফেসবুক আইডি থেকে পোষ্ট করেন-জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে কেন্দুয়া জয়হরী মাঠে চলছে বইমেলা। ভাল বই কেনার ও পড়ার উদাত্ত আহব্বান রইল।