কেন্দুয়ায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরু কমান্ডার ফাউন্ডেশন উদ্বোধন
- আপডেট সময় : ১১:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 276
কেন্দুয়ায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুরু কমান্ডার ফাউন্ডেশন উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চিরাং বাজারে যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা নুরু কমান্ডার ফাইন্ডেশন উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে চিরাং বাজারে জাতীয়তাবাদী দলের একাংশের উদ্যোগে ফাউন্ডেশন উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা নুরু কমান্ডার এর পুত্র নেত্রকোণা জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম কবির।
এ সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সৈনিক কবিরুল ইসলাম বলেন,আজকে আমার বাবার নামে ফাউন্ডেশন উদ্বোধন করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমার বাবার নামে তৈরী ফাউন্ডেশন এর মুল লক্ষ হলো হতদরিদ্র মানুষের সহায়তার লক্ষে কাজ করা।
তিনি আরো বলেন,এই আয়োজনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী আদর্শের লোকজনের মিলন মেলায় পরিনত হয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, বিগত ১৭ বছর দলীয় পরিচয়ের কারনে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে ৫ আগস্টের পরে মূল্যায়ন না করে এখন মূল্যায়ন করা হচ্ছে নব্য সুবিধাবাদী কিছু বিএনপিকে। আমি এর তীব্র নিন্দা জ্ঞ্যাপন করছি। তিনি এ সময় আরো বলেন আমাকে উপজেলা বিএনপির কমিটিতে যুগ্ম সাধারন সম্পাদক করার পরেও কেন কি কারনে আবার আমার নাম কেটে দেয়া হয়েছে তা আমার বোধগম্য নয়।তবে আমি বিএনপির আদর্শকে বিশ্বাস করি তাই আগামী ত্রয়োদশ নির্বাচনে দল যাকে মনোনীত করবে আমি তার পক্ষেই নির্বাচন করবো।
এ সময় উপস্থিত ছিলেন, চিরাং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম ভুঞা, মোজাফরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লুৎফর রহমান ভুঞা লিটন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শহীদুল্লাহ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সালেহ আহমেদ,সহ সাংগঠনিক আব্দুল হেলিম,চিরাং বাজার কমিটির সাধারন সম্পাদক টিটু মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ চন্দন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের সাবেক সদস্য শামসুল আরেফিন হীরা,পাইকুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সোহেল আহমেদ,চিরাং ইউনিয়ন জিয়া পরিষদের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা নুরু কমান্ডারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।





















