কেন্দুয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত

- আপডেট সময় : ১০:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 200
মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল
শুক্রবার বিকেলে কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু,পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,মাহাবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকন প্রমূখ। এসময়
বিএনপি নেতা আব্দুল আউয়াল খান,
উপজেলা কৃষকদলে সভাপতি মাহবুব আলম খান মহসিন,সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, জেলা ওলামাদলের সহসভাপতি হাফেজ আতাউর রহমান কাদেরী, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মিজানুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আমিরুল হক মল্লিক,
উপজেলা যুবদলের আহবায়ক মাঈন উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূঁইয়াসহ বিপুল সংখ্যক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন
জেলা ওলামাদলের সহসভাপতি হাফেজ আতাউর রহমান কাদেরী।