কেন্দুয়ায় ২০০ পিস ইয়াবাসহ শিক্ষক গ্রেফতার

- আপডেট সময় : ০৫:২৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / 481
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ মাসুদ রানা ওরফে হারুন রশিদ নামে এক মাদক ব্যবসায়ি ও শিক্ষককে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ ।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছন্দরী গ্রামের মধ্যপাড়া থেকে গ্রেফতার করা হয় তাঁকে ।
জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ রানা ওরফে হারুন রশিদ মাদক ব্যবসায়ি ও পেশায় একজন মাদ্রাসা শিক্ষক । কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন আকবপুর আলিম মাদ্রাসার শিক্ষক তিনি ।
পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম মুঠোফোনে জানান, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবাসহ গ্রেফতার করি তাঁকে । তিনি একজন মাদক ব্যবসায়ি ও মাদ্রাসা শিক্ষক ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।