কেন্দুয়ার নোয়াদিয়া রেন্ট্রিতলার মধ্যবর্তী স্থানে ডাকাতি

- আপডেট সময় : ০৬:৫১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / 48
কেন্দুয়া প্রতিনিধিঃ শুক্রবার গভীর রাতে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা হতে জেলা শহরের যাতায়াতের কেন্দুয়া টু নেত্রকোনা সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে -শুক্রবার দিবাগত রাত ১.৩০ মিনিট হতে রাত ২ টারম ধ্যবর্তী সময়ে কেন্দুয়া টু নেত্রকোনা হাইওয়ে রাস্তার নোয়াদিয়া বাজার ও রেন্ট্রিতলা বাজারের মধ্যবর্তী স্থানে প্রায় ১০ থেকে ১৫ জন সঙ্ঘবদ্ধ ডাকাত দল রামদা, চুরি ও দেশীয় অস্ত্রসহ রাস্তায় গাছ ফেলে প্রায় ১০/১৫ টি ট্রাক, ৩/৪ সিএনজি এবং ২/৩ টি মোটরসাইকেল আটকিয়ে তাদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল, মোটরসাইকেল,গাড়ির কাগজপত্র সহ অনেক মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল ।
প্রাথমিকভাবে জানা গেছে ডাকাতদের অস্ত্রের আঘাতে ৩/৪ জন রক্তাক্তভাবে আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কেন্দুয়া থানা পুলিশ উপস্থিত হয়ে বিস্তারিত তদন্ত করেছেন।
স্থানীয়দের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে ডাকাতদল ঘটনাস্থলের আশেপাশের কোন গ্রামে বা জঙ্গলে সংঘবদ্ধ হয়ে গভীর রাতে সড়কেএই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় এলাকার কোন অসাধু ব্যক্তিদের সহযোগিতা থাকতে পারে।
এ সড়কে রাতের বেলায় চলাচলকারী সবাই সতর্কতা অবলম্বন করে চলাচল করতে সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে অনেকেই মতামত দিয়েছেন।