কেন্দুয়া চল্লিশ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৮:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / 40
কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সামাজিক সংগঠন চল্লিশ কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০/০১/২০২৫ ইং তারিখ সন্ধ্যায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কেন্দুয়া পৌর এলাকার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাদিস চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়ার বিশিষ্ট বিএনপি নেতা জনাব মজনু রহমান খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, কেন্দুয়া পৌরসভা ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সাবেক ১নং ওয়ার্ড কমিশনার সিরাজুল ইসলাম সুখন, সাবেক কমিশনার ইসলাম উদ্দিন, যুবদল নেতা এমদাদুল হক, স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন খান এবং ছাত্রদলের নেতা মাসুদ ও রনি।
অনুষ্ঠানে বক্তারা চল্লিশ কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দলীয় ঐক্য ও সংগঠনের শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব মজনু রহমান খন্দকার বলেন, “বিএনপির আদর্শকে তৃণমূলে পৌঁছাতে এ ধরনের সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের সাংগঠনিক ঐক্য ও সক্রিয়তাই দলের ভবিষ্যৎ শক্তি হিসেবে কাজ করবে।”
আলোচনা সভার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
সভার আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে আনন্দ ও উজ্জীবিত করে এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা