কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে শিল্প ও পণ্য মেলা শুরু

- আপডেট সময় : ০৫:২৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 35
মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে আজ থেকে মাস ব্যাপী শুরু হয়েছে শিল্প ও পণ্য মেলা। কেন্দুয়া প্রেসক্লাব সংলগ্ন স্থানে মাস ব্যাপী এ মেলার মাধ্যমে কেন্দুয়ার স্থানীয় শিল্প ও পণ্যসমূহের প্রদর্শনী এবং বিক্রি করা হবে।
বুধবার বিকালে মেলার শুভ উদ্বোধন করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা এবং কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মেলার আয়োজন সম্পর্কে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম বলেন, “আমরা আশা করছি এই মেলাটি শুধুমাত্র বিনোদন নয়। বরং কেন্দুয়ার স্থানীয় শিল্প ও পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
মেলায় স্থানীয় ও বাইরের বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা এবং হস্তশিল্পীরা অংশগ্রহণ করবেন। মেলা চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় প্রতিযোগিতারও আয়োজন করা হবে।