কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন মোঃ শফিকুল আলম খসরু

- আপডেট সময় : ০৯:০১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / 32
এম.এস.রয়েল: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন সহকারী অধ্যাপক মোঃ শফিকুল আলম খসরু। ১৩ মার্চ বৃহস্পতিবার তিনি লিখিত ভাবে মনোনীত হয়েছেন বলে এ প্রতিনিধিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নব নিযুক্ত অধ্যক্ষ মোঃ শফিকুল আলম খসরু।
কেন্দুয়া সরকারী কলেজের নব মনোনীত অধ্যক্ষ মোঃ শফিকুল আলম খসরুর সংক্ষিপ্ত জীবনি থেকে জানা গেছে, জীবনের উষালগ্নে কে যেন কানে কানে বলেছিল,জ্ঞান বিতরণ করা ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ কাজ। তাইতো অহরহ প্রতিকূলতার সাথে সংগ্রাম করে দীর্ঘ ২৮ বছর ধরে জ্ঞান বিতরণ করে চলেছেন মোঃ শফিকুল আলম খসরু। তিনি বর্তমানে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া সরকারী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
মোঃ শফিকুল আলম খসরু ১৯৭০ সালের ১ নভেম্বর কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের পিপলাকান্দি চরকাটিহারী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আরজ আলী,মাতার নাম মোছাহ আয়েশা আক্তার। পাঁচ ভাইয়ের মধ্যে দ্বিতীয় সন্তান খসরু শৈশব থেকেই সততার মূর্ত প্রতীক ছিলেন।
নিজ গ্রাম চরকাটিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তাঁর পড়াশোনার হাতে খড়ি হয়। প্রাথমিক গন্ডী পেরিয়ে গফরগাঁও ইসলামিয়া সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৬ সালে এস এস সি পাশ করেন। ১৯৮৮ সালে গফরগাঁও সরকারী কলেজ হতে প্রথম বিভাগে এইচ এস সি পাশ করেন। পরে তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যাললয় থেকে বি.বি.এস এবং এম.বি এস পাশ করেন। পড়াশোনা শেষ করে তিনি ১৯৯৬ সালের ১ ফ্রেব্রুয়ারী প্রভাষক হিসেবে কেন্দুয়া ডিগ্রী কলেজে যোগদান করে কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে ২০০৪ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করে আজ অবধি নিরলসভাবে কেন্দুয়া সরকারী কলেজে কাজ করে চলেছেন। সহকারী অধ্যাপক মোঃ শফিকুল আলম খসরু ২০০১ সালে পারিবারিক ভাবে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খাঁমারগাও গ্রামের শিক্ষক সিরাজুল ইসলামের সুযোগ্য কন্যা হাবীবা আক্তারের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবনের সূচনা করেন। তাঁর সহধর্মিণী হাবীবা আক্তার বর্তমানে মুসুল্লী ডিগ্রী কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
সংসার জীবনে তাদের এক ছেলে নাফিস হাবীব খুলনা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স ইন্জিনিয়ারিং এ পড়াশোনা করছে ও এক কন্যা নুসাইবা নাওয়ার কিশোরগঞ্জ এস বি সরকারী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত। জুলাই আন্দোলনে কিশোরগঞ্জে থেকে নাফিস হাবীব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্রণীয় ভূমিকা পালন করেছেন।
মোঃ শফিকুল আলম খসরু ছোটকাল থেকেই শিক্ষকতা পেশার প্রতি দূর্বলতা ছিল এবং বাস্তব জীবনে এ মহান পেশায় নিজেকে নিয়োজিত করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে চলেছেন।
উল্লেখ্য -কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদটি আগামী ৩১ ডিসেম্বর শূন্য হয়। পরবর্তীতে অনেকেই চেষ্টা করেন এ পদে অধিষ্ঠিত হওয়ার জন্য। সর্বশেষ ১৩ মার্চ চূড়ান্তভাবে কেন্দুয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মোঃ শফিকুল আলম খসরু। তিনি আগামীদিনের জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
নব মনোনীত অধ্যক্ষ মোঃ শফিকুল আলম খসরু বলেন,আগামীদিনে কেন্দুয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে পারলে-শিক্ষার মান উন্নয়ন,অবকাঠামো উন্নয়ন,অভিভাবক সমাবেশসহ সন্ত্রাস ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার জন্য সবোর্চ্চ চেষ্টা করবো।