কেন একটা দেশি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট ১২০ টাকা হবে?
- আপডেট সময় : ১২:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
বাংলাদেশী কোম্পানি ‘সেনোরা’র। এই প্যাকেটটাতে ১০টা প্যাড আছে। তার দাম ১২০ টাকা।
ধরি অ্যাভারেজে একটা মেয়ের পিরিয়ড ৪ দিন থাকে। প্রতি ৬ ঘণ্টায় প্যাড বদলানো ভালো, আমার ফ্রেন্ডের এক ফ্রেন্ডকে তার ডাক্তার বলছে ৪ ঘণ্টা পরপর। তবু ধরলাম সংখ্যাটা ৬।
৬ হইলে দৈনিক প্যাড লাগতেছে ৪টা। অর্থাৎ, ৪ দিনে ১৬টা। আমাকে সেনোরার দুইটা প্যাকেট কিনতে হবে। দুইটা প্যাকেটের দাম পড়বে ২৪০ টাকা।
আপনি শারীরিক শিক্ষা বইয়ে বলবেন কাপড়, তুলা ব্যবহার না করতে আর প্যাডের দাম রাখবেন ১২০ টাকা, তাও দেশি কোম্পানি, শোষণ ক্ষমতা অসম্ভব ভালো এমনও না, কেন? টাকা কি গাছ থেইকা পাড়বে দেশের কম আয়ের পরিবারের মেয়েরা?
অনেকে বলতেছেন, সেনোরা প্যাডের দাম বেশি রাখে, অন্যান্যগুলি আরো আরো কমে পাওয়া যায়। এই চিন্তাটায় সমস্যা আছে আমি মনে করি। আপনি একজন মধ্যবিত্তকে বলতেছেন এই কথা, ওই অ্যাফর্ডেবল ব্র্যান্ডগুলি কি তবে শুধু সামর্থ্যবান ও মধ্যবিত্তদের জন্য বানাচ্ছে প্যাড? নাইলে কাপড়, তুলা কারা ব্যবহার করতেছে ২০২২ এর বাংলাদেশে বইসা?
প্যাডের দাম এত বেশি কেন হবে? যেই জিনিসের কারণে পুরা একটা মানুষের স্বাস্থ্য ও জীবন সুরক্ষা পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে, তা আরো সহজলভ্য কেন হবে না? কেন একটা দেশি স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট আমাকে ১২০ টাকা দিয়া কিনতে হবে?
©