কে হচ্ছেন কেন্দুয়া সরকারী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ?
- আপডেট সময় : ১১:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / 64
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কালের স্বাক্ষী হিসেবে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দুয়া সরকারি কলেজ। আবহমান কাল ধরে এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। এ প্রতিষ্ঠানটির উচ্চ শিক্ষা বিস্তারে রয়েছে অনেক অবদান । বর্তমান সময়ে এই কলেজের নতুন অধ্যক্ষ পদ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আগামীদিনে কে হচ্ছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ? এ বিষয়ে কেন্দুয়া এলাকায় চলছে আলোচনা আর নানা জল্পনা কল্পনা।
কেন্দুয়া সরকারি কলেজের অধ্যক্ষের পদটি আগামী ৩১ ডিসেম্বর শূন্য হতে যাচ্ছে। একাধিক সূত্র থেকে জানা গেছে , এই পদে বসার জন্য অন্তত পাঁচজন সিনিয়র প্রতিযোগিতায় নেমেছেন। তারা নিজেদের জায়গা পাকা করতে যথেষ্ট তৎপর রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে প্রতিযোগিতার জন্য সম্ভাব্য পাঁচ জনের মধ্যে রয়েছেন সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম খসরু,প্রভাষক নুরে আলম সিদ্দিকী,প্রভাষক বজলুর রহমান,প্রভাষক সুলতানা জামান ও প্রভাষক আহম্মদ আব্দুল্লাহ হারুন।
এ বিষয়ে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম তালুকদার বলেছেন, এখানে যা কিছু হবে, তা সম্পূর্ণ নিয়ম মেনেই হবে এবং পেছনের দরজা দিয়ে পদ পাওয়ার কোনো সুযোগ নেই।
সচেতন মহল মনে করেন অধ্যক্ষের পদে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া উচিত, যেখানে শিক্ষার মান এবং প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা হবে মূল বিচার্য বিষয়। ব্যক্তি স্বার্থ নয়, বরং শিক্ষার সুশাসন প্রতিষ্ঠা করাই হওয়া উচিত সকলের লক্ষ্য।
কেন্দুয়া সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদের জন্য যে প্রতিযোগিতা চলছে, তার চূড়ান্ত রূপ দেখতে এখন শুধু সময়ের অপেক্ষা? পাঁচ জনের প্রতিযোগীতা শেষে বিধি মোতাবেক কে হচ্ছেন ? আগামীদিনে কেন্দুয়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ জন্য এখন সকলেই অপেক্ষার প্রহর গুনছে।