জুবায়েরপন্থিরা প্রথম, সাদপন্থিরা করবেন দ্বিতীয় পর্বের ইজতেমা
- আপডেট সময় : ০৬:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / 78
গত বছরের মতো এ বছরও দুই ধাপে হবে বিশ্ব ইজতেমা, প্রথম ধাপ শুরু আগামী ৩১ জানুয়ারি। সারাবাংলা ফাইল ছবি
ঢাকা: আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ও আয়োজকদের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্বের ইজতেমা হবে মওলানা জুবায়েরপন্থিদের অধীনে। আর ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় ধাপের ইজতেমা হবে মওলানা সাদপন্থিদের অধীনে।
এ সিদ্ধান্তের কথা জানিয়ে রোববার (১৭ নভেম্বর) বিজ্ঞপ্তি জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে কার্যক্রম গ্রহণের লক্ষ্যে গত ৪ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত কার্যবিবরণীসহ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার সভাপতি তার স্বাগত বক্তব্যে বলেন, বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজনকে আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে।
সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা মোহাম্মদ জুবায়েরের অনুসারী, শুরায়ি নেজাম) আয়োজন করবে এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা) আয়োজন করবে।
ইজতেমা মাঠ হস্তান্তরের সিদ্ধান্ত প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে বিভাগীয় কমিশনার ঢাকার নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে ইজতেমার মাঠ বুঝিয়ে দেবেন। দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ওই দিন (৪ ফেব্রুয়ারি) বিকেলে একই কমিটির কাছ থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন। দ্বিতীয় পর্বের ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে তারা কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।
বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয় বলেও জানা যায় বিজ্ঞপ্তিতে।
এর আগে গত ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগ জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেছিলেন।
ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রথম ধাপের ইজতেমা ৩১ জানুয়ারি শুরু হবে। ১ ও ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি।
তবে ইজতেমার কোন পর্ব কে আয়োজন করবে, সে বিষয়ে ওই দিন বৈঠকের পর কিছু জানাননি স্বরাষ্ট্র উপদেষ্টা।