ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- আপডেট সময় : ০৪:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করা শিক্ষার্থীরা উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও কয়েকজন। এ অবস্থায় ঢাকা থেকে চট্টগ্রাম-সিলেট ও উত্তরাঞ্চল রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমে অপারেটর মো. মোখলেসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধ তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হবে।
আজ সোমবার বেলা ১১টার দিকে তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করে। মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেওয়ার কারণে সড়কের পাশাপাশি বন্ধ হয়ে যায় রেল চলাচলও। পরে ধীরগতিতে একটি ট্রেন আসলে তা আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে বিক্ষোভরত কয়েকজন ট্রেনটিতে ঢিল ছুড়লে শিশুসহ কয়েকজন আহত হন। প্রাথমিকভাবে শিশু ও অন্যান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল ও সড়ক পথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে বনানীর সঙ্গে জাহাঙ্গীর গেট হয়ে ফার্মগেটের সড়ক পথে যোগাযোগ বন্ধ রয়েছে। সড়কের দুপাশে বেড়েছে যানবাহনের সারি।
রেলওয়ে কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে দুটি আন্তঃনগর ট্রেন আটকে আছে। এরমধ্যে জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।
এর আগে, চলতি বছরের ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তিতুমীরের শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালীর আমতলীতে গিয়ে অবস্থান নেন তাঁরা। এতে মহাখালী, বনানী, গুলশান এলাকায় যানজটের সৃষ্টি হয়।