দীর্ঘ সময় ভারতেই থাকবেন শেখ হাসিনা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ অগাস্ট ২০২৪, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘ সময় ভারতেই থাকবেন শেখ হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকছেন, এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮। ভারতের কেন্দ্রীয় সরকারের সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, শেখ হাসিনা ভারতে থাকবেন রিফিউজি বা শরণার্থী হিসেবে নয়। তিনি থাকবেন ভিসার মেয়াদ অনুযায়ী। খবর: আনন্দবাজার পত্রিকার ও টাইমস অব ইন্ডিয়া

গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন। গুঞ্জন উঠেছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন শেখ হাসিনা। তবে, এ নিয়ে দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে শেখ হাসিনার ভিসা বাতিল করে দিয়েছে আমেরিকা। এমতাবস্থায় তিনি কোন দেশে যাবেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তিনি ইউরোপের কোনো দেশে যেতে পারেন বলেও ধারণা করা যাচ্ছে। তবে, রাজনৈতিক আশ্রয় পাওয়া এবং শরণার্থী হিসেবে কোনো দেশই তাকে আশ্রয় নাও দিতে পারে। এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা।

এমতাবস্থায় নাম প্রকাশ না করার শর্তে ভারতের কেন্দ্রীয় সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, যতদিন ভারতে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে, এর চেয়ে বেশি সময় থাকবেন শেখ হাসিনা।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা নিউজ১৮ কে বলেন, ‘এই মুহূর্তে তার (শেখ হাসিনা) কোনো দেশে নিরাপদে যাওয়ার পথ তৈরি হয়নি। আমাদের দেশে এই ধরনের শরণার্থী বা আশ্রয়প্রার্থীদের নিয়ে আইনও নেই। তাই এই আইনে আনা যাচ্ছে না। আইনত তাকে (শরণার্থী বা আশ্রয়প্রার্থী) কিন্তু আমাদের এখানে রাখা যাচ্ছে না। দালাই লামা আছেন মূলত সরকারি বিশেষ পলিসির কারণে।’

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকরের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই আইন অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের কারণে ভারতে আশ্রয় চান, তাহলে তা দেবে দেশটি। শেখ হাসিনা এই ক্যাটাগরির ভেতরে পড়েন না।

এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এমনটাই দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলেই বাংলাদেশে ফিরে যাবেন।’

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৬ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের পর তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না। এই অবস্থায় বৃহস্পতিবার নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১০

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১১

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১২

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৩

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৪

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৫

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৬

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৭

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৮

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

১৯

কেন তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য সুসংবাদ?

২০