নারীবিদ্বেষী সমাজে পুরুষই জেতে’, তাহসানকে তসলিমা নাসরিন
- আপডেট সময় : ১১:৪৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / 29
বিয়ে করেছেন তাহসান রহমান খান। রূপটানশিল্পী রোজ়াকে বিয়ে করেছে বাংলাদেশের অভিনেতা-গায়ক। শুভেচ্ছায় ভরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। অন্য দিকে একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তাহসানের প্রাক্তন স্ত্রী রফিয়াত রশিদ মিথিলার দিকে। ২০১৭ সালে যৌথ ভাবে বিচ্ছেদ ঘোষণা করেছেন তাহসান ও মিথিলা। তার দু’বছর পরে ২০১৯-এ সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী তথা সমাজকর্মী। ধেয়ে এসেছিল কটাক্ষ। তাহসানের দ্বিতীয় বিয়ে হতেই ফের তাঁকে নিয়ে তির্যক মন্তব্য সমাজমাধ্যমে। বিষয়টি নিয়ে মুখ খুললেন তসলিমা নাসরিন।
সমাজমাধ্যমের পোস্টে তসলিমা লেখেন, “ফেসবুক ছেয়ে গিয়েছে ‘তাহসান জিতেছে তাহসান জিতেছে’ রবে। কেন তাহসান জিতেছে, বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে। এর মধ্যে জেতাজেতির কী হল! হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে, তারা জীবনের কোনও এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, একত্রবাস করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতল কেন তাহলে তাহসান?” এর একটি কারণ নিজেই দর্শিয়েছেন লেখিকা। বিবাহবিচ্ছিন্ন হয়েও অল্পবয়সি নারীকে স্ত্রী হিসাবে পাওয়া যেন শিরোপা পাওয়ার সমান। নেটাগরিক নাকি এমনই মনে করছেন। মতামত তসলিমার।