প্রফিট শেয়ারিং মডেলে যাচ্ছে বিপিএল
- আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৫০৪১ বার পড়া হয়েছে
🚨 অবশেষে প্রফিট শেয়ারিং মডেলে যাইতেছে বিপিএল..
🛑সোমবার সমকালকে তিনি বলেন, ‘আমি ওদের (ফ্র্যাঞ্চাইজি) সুযোগ-সুবিধা দেব। বাংলাদেশের ক্রিকেটে তারা টাকা খরচ করছে।
🚨এখান থেকে তাদেরও কিছু ফেরত পাওয়া উচিত। আমার মাথায় এটা খুব ভালোভাবে আছে। আমি ডিজাইন করছি। ভালো জায়গাগুলোতে হাত দেব। ফ্র্যাঞ্চাইজিদের কিছু চাইতে হবে না। আমি নিজে থেকেই দেব।’
📺টিভি সম্প্রচার, ফ্র্যাঞ্চাইজি ফি, গ্রাউন্ডস রাইটস, টিকিট বিক্রি, স্টেডিয়ামের স্টল ভাড়া থেকে মোটা টাকা আয় আছে বিপিএলের। টিকিট বিক্রিতে সততা দেখালে কোটি কোটি টাকার রাজস্ব অর্জন করা সম্ভব বলে মনে করেন ক্রিকেট-সংশ্লিষ্টরা।
🛑অভিযোগ আছে, টিকিট বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। নকল টিকিট ছাপিয়ে কালোবাজারি করার দায়িত্বে ছিলেন মল্লিকের ঘনিষ্ঠ ওমর রতন। বিসিবি সভাপতি, টিকিট বিক্রির ক্ষেত্রেও স্বচ্ছতা আনতে চান। বিসিবির একটি সূত্র জানায়, ফারুক আহমেদ প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মিটিং করে বাকি সিদ্ধান্ত নেবেন।
🎙️ফারুক আরও বলেন, ‘জিনিসগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। ফ্র্যাঞ্চাইজিদের সম্মান দেওয়া, কিছু সুযোগ-সুবিধা দেওয়া গেলে খুশি থাকবে। এবার কিছু জিনিস নিশ্চিত করা হবে