শিরোনাম ::
“ফারুকির বিপরীতমুখী ভূমিকা নিয়ে প্রশ্ন তসলিমার
তসলিমা নাসরিন
- আপডেট সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / 193
ফারুকি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেললেন।
ফারুকি তার আগে শেখ মুজিবের ধানমণ্ডির বাড়ি পুড়িয়ে ফেলায় খুবই ক্ষুব্ধ হয়েছিলেন, লিখেছিলেন, “আমি মনে করি, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটা জরুরী কাজ হবে ৩২ নম্বরের বাড়ির সংস্কার কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এ বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি, স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে যাদুঘর আবার চালু করা। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটা ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটা সিগনিফিকেন্স তৈরি হবে, একটা বার্তা দেবে।”
কোন ফারুকি আসল ফারুকি? যে ফারুকি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলেন দেয়াল থেকে, নাকি যে ফারুকি শেখ মুজিবের পুড়ে যাওয়া যাদুঘর পুননির্মাণের দাবি জানান?