ফুলেল ভালোবাসায় সিক্ত ডঃ রফিকুল ইসলাম হিলালী

- আপডেট সময় : ০৯:১৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 348
মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া(নেত্রকোনা) প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালী আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সম্পাদকের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন।
শুক্রবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে নেত্রকোনা জেলার কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সম্পাদক বিএনপির কেন্দ্রীয় নেতা জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীর সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ অনুষ্ঠানে আগামীদিনে দলীয় কার্যক্রমকে আরও বেশী গতিশীল করার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালী। কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু,কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন ডিলার,সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন আহমে খোকন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন গত ১৭ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা দ্বিবার্ষিক শাখার সম্মেলনে নির্বাচিত সভাপতি মো: মাছুম চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ আটপাড়া উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় কেন্দুয়া আটপাড়ার বিএনপির অগনিত নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আটপাড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীগণ ফুলেল ভালবাসায় সিক্ত করেন কেন্দ্রীয় নেতা ড.রফিকুল ইসলাম হিলালীকে। এ সময় নেতার পক্ষ থেকে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয় ।