ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম ::
বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচন সংস্কার কমিশন গঠন আমি স্যামসাং ব্যবহার করি, স্ক্রিনশট গেছে আইফোনের : জনপ্রশাসন সচিব উন্নয়নের ভ্রান্ত ধারণা: ঋণে ডুবে থাকা দেশ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম আমার টাকা-পয়সার প্রতি লোভ নেই, ৫ কোটি হলেই চলবে এক দিনেই হাওয়া ৮ হাজার কোটি টাকার বাজার মূলধন অবশেষে দেখা মিলল আসাদুজ্জামান কামালের ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বাংলাদেশ কারাগারে কেমন আছেন ‘ভিআইপি’ বন্দীরা একটি ফোনকল যেভাবে বদলে দিয়েছে ড. ইউনূসের জীবনের গতিপথ ড. ইউনুসের Three Zeros থিয়োরি বর্তমান উপদেষ্টাদের সঙ্গে নতুন চার-পাঁচজন মুখ যুক্ত হওয়ার সম্ভাবনা কয়েকটি জাতীয় দিবস বাতিল করতে পারে সরকার সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণ গায়েব: উপদেষ্টা “প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস: বাংলার গর্ব, বৈশ্বিক সম্প্রীতির প্রতীক” খেলোয়াড় সাকিবের নিরাপত্তা আছে, ফ্যাসিস্ট সাকিবের ক্ষেত্রে অবান্তর: ক্রীড়া উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সম্মেলন থেকে কী অর্জন করলেন? জাতিসংঘে তিন-শুন্যের ধারণা দিলেন ড. ইউনুস যন্ত্রণার নাম ব্যাটারি রিকশা তরুণ সমাজের অফুরান শক্তি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে— ড. ইউনূস

বাইরোড নেপালের ভিসা ও ভারতের ট্রানজিট ভিসার জন্য করনীয়

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৫:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২ ৭৩ বার পড়া হয়েছে
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাইরোড নেপালের ভিসা ও ভারতের ট্রানজিট ভিসার জন্য করনীয়….

√ প্রথমে আপনাকে একমাত্র ঢাকার গুলশানে অবস্থিত নেপাল এ্যামবাসি থেকে নেপালের ভিসা নিতে হবে।যদি বাইরোড নেপাল যেতে চান।বিমান গেলে কাঠমুন্ডু এয়ারপোর্ট থেকে ভিসা দিবে ফ্রি শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। নেপালের ভিসা পাওয়ার পর ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

√ ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিতে হবে নেপাল বাই রোডে যাবার জন্য। ট্রানজিট ভিসা ফি মাত্র ৮০০ টাকা। নেপালে যাবার জন্য ট্রানজিট ভিসার বর্ডার পোর্ট থাকতে হবে চ্যাংড়াবান্ধা / রানিগঞ্জ অথবা ফুলবাড়ি/রানিগঞ্জ। ট্রানজিট ভিসার মেয়াদ থাকে মাত্র ১৫-৩০ দিন।তবে বেশির ভাগ মানুষ কে ১৫ দিনের ভিসা দেয়। এই ১৫ দিনের মধ্যে নেপাল ভ্রমণ করে আসতে হবে। ১৫ দিনের ট্রানজিট ভিসা নিয়ে আপনি নেপাল যাবার আগে ৩ দিন মানে ৭২ ঘন্টা ইন্ডিয়া তে অবস্থান করতে পারবেন। এই ৭২ ঘন্টা অতিক্রম হবার আগে যে কোন মূল্যে আপনাকে নেপাল প্রবেশ করতে হবে। আবার নেপাল ভ্রমণ শেষে ভূটান বর্ডার ক্রস করে দেশে ফেরত আসার আগে আরো ৭২ ঘন্টা মানে ২ রাত ১ দিন চাইলে ইন্ডিয়া অবস্থান করে আসতে পারবেন। তবে মনে রাখতে হবে নেপাল থেকে বার হবার পরে ইন্ডিয়া তে কোন মতে ৭২ ঘন্টার বেশি থাকা যাবে না। তা হলে বড় ধরনে সমস্যা পরে যাবেন।

√ ট্রানজিট ভিসা নিতে হলে ঢাকা টু চ্যাংড়াবান্ধা/ফুলবাড়ি টু ঢাকা যাওয়া আসার বাসের অগ্রীম টিকেট ইন্ডিয়ান ভিসা এপলিকেশন সেন্টারে ভিসার যাবতীয় সব কাগজ পত্রের সাথে জমা দিতে হবে।

√ বাসের অরিজিনাল টিকেট পাসপোর্ট এর পিছনের পাতার সাথে পিন মেরে দিতে হবে। এবং সাথে আলাদা ভাবে বাসের এই টিকেট গুলোর ফটোকপি ও দিতে হবে।

√ নেপাল কোন হোটেলে থাকবেন ঐ হোটেল বুকিং এর স্লিপ বা প্রিন্ট কপি জমা দিতে হবে৷

√ ভ্রমণ তারিখ এবং বাসের টিকেট একই তারিখের হতে হবে।

√ আর বাকি সব কাগজ পত্র ট্যুরিস্ট ভিসার করার সময় যা যা দেন তাই দিবেন।

√ আমি কয়েক বার নেপাল ভ্রমণ করেছি যেকোন তথ্যের জন্য নক দিবেন সহযোগিতা করার চেষ্টা করবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাইরোড নেপালের ভিসা ও ভারতের ট্রানজিট ভিসার জন্য করনীয়

আপডেট সময় : ০৫:০০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

বাইরোড নেপালের ভিসা ও ভারতের ট্রানজিট ভিসার জন্য করনীয়….

√ প্রথমে আপনাকে একমাত্র ঢাকার গুলশানে অবস্থিত নেপাল এ্যামবাসি থেকে নেপালের ভিসা নিতে হবে।যদি বাইরোড নেপাল যেতে চান।বিমান গেলে কাঠমুন্ডু এয়ারপোর্ট থেকে ভিসা দিবে ফ্রি শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। নেপালের ভিসা পাওয়ার পর ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

√ ইন্ডিয়ান ট্রানজিট ভিসা নিতে হবে নেপাল বাই রোডে যাবার জন্য। ট্রানজিট ভিসা ফি মাত্র ৮০০ টাকা। নেপালে যাবার জন্য ট্রানজিট ভিসার বর্ডার পোর্ট থাকতে হবে চ্যাংড়াবান্ধা / রানিগঞ্জ অথবা ফুলবাড়ি/রানিগঞ্জ। ট্রানজিট ভিসার মেয়াদ থাকে মাত্র ১৫-৩০ দিন।তবে বেশির ভাগ মানুষ কে ১৫ দিনের ভিসা দেয়। এই ১৫ দিনের মধ্যে নেপাল ভ্রমণ করে আসতে হবে। ১৫ দিনের ট্রানজিট ভিসা নিয়ে আপনি নেপাল যাবার আগে ৩ দিন মানে ৭২ ঘন্টা ইন্ডিয়া তে অবস্থান করতে পারবেন। এই ৭২ ঘন্টা অতিক্রম হবার আগে যে কোন মূল্যে আপনাকে নেপাল প্রবেশ করতে হবে। আবার নেপাল ভ্রমণ শেষে ভূটান বর্ডার ক্রস করে দেশে ফেরত আসার আগে আরো ৭২ ঘন্টা মানে ২ রাত ১ দিন চাইলে ইন্ডিয়া অবস্থান করে আসতে পারবেন। তবে মনে রাখতে হবে নেপাল থেকে বার হবার পরে ইন্ডিয়া তে কোন মতে ৭২ ঘন্টার বেশি থাকা যাবে না। তা হলে বড় ধরনে সমস্যা পরে যাবেন।

√ ট্রানজিট ভিসা নিতে হলে ঢাকা টু চ্যাংড়াবান্ধা/ফুলবাড়ি টু ঢাকা যাওয়া আসার বাসের অগ্রীম টিকেট ইন্ডিয়ান ভিসা এপলিকেশন সেন্টারে ভিসার যাবতীয় সব কাগজ পত্রের সাথে জমা দিতে হবে।

√ বাসের অরিজিনাল টিকেট পাসপোর্ট এর পিছনের পাতার সাথে পিন মেরে দিতে হবে। এবং সাথে আলাদা ভাবে বাসের এই টিকেট গুলোর ফটোকপি ও দিতে হবে।

√ নেপাল কোন হোটেলে থাকবেন ঐ হোটেল বুকিং এর স্লিপ বা প্রিন্ট কপি জমা দিতে হবে৷

√ ভ্রমণ তারিখ এবং বাসের টিকেট একই তারিখের হতে হবে।

√ আর বাকি সব কাগজ পত্র ট্যুরিস্ট ভিসার করার সময় যা যা দেন তাই দিবেন।

√ আমি কয়েক বার নেপাল ভ্রমণ করেছি যেকোন তথ্যের জন্য নক দিবেন সহযোগিতা করার চেষ্টা করবো।