বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনার কেন্দুয়ায় আগমন

- আপডেট সময় : ০৭:৫৮:১১ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / 324
মাঈন উদ্দিন সরকার রয়েল,কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় ঈদের তৃতীয় দিনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম_ইলিয়াস_আলীর সহধর্মিণী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম_তাহসিনা_রুশদীর_লুনা মহোদয় এক সংক্ষিপ্ত পারিবারিক সফরে এসেছেন।
তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য,নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব_ডক্টর_রফিকুল_ইসলাম_হিলালীর বাসভবন“হিলালী প্যালেস” আগমন করেছেন।
এ সময় আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালীসহ তাঁর পরিবার পরিজন ও বিএনপি নেতৃবৃন্দ তাঁকে সাদরে অভ্যর্থনা জানান ও ফুলেল ভালবাসায় বরণ করেন। তিনি এমন আন্তরিকতায় খুবই সন্তুষ্ট হয়েছেন।
কেন্দুয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান,- তার মতো একজন সংগ্রামী, দৃঢ়চেতা ও মর্যাদাসম্পন্ন নেত্রীর উপস্থিতি আমাদের কেন্দুয়াবাসীর জন্য গৌরবের, সম্মানের এবং আবেগের এক অনন্য দৃষ্টান্ত ।
০৯ জুন সোমবার বিকাল থেকে সন্ধ্যা নাগাদ হিলালী প্যালেসে কেন্দুয়া উপজেলা বিএনপিসহ দলীয় অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।