ভারতের নাগরিকত্ব নিয়েছেন শেখ হাসিনা? পররাষ্ট্র মন্ত্রণালয়

- আপডেট সময় : ০৬:৩৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
- / 51
ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেতে বিভিন্ন কার্যকলাপ করছে ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই শতাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে হাসিনার বিরুদ্ধে। ভারত থেকে তাকে ফিরত পেতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত।
গণহত্যা ও মানবতা বিরোধী অভিযোগে গত ৮ জানুয়ারি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এই ঘোষণার পরে হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর তথ্য দেয় ভারতের গণমাধ্যম। যদিও ভারতীয় ভিসা নিয়ম অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ৪৫ দিন থাকা যায়। যেখানে বাংলাদেশের বর্তমান সরকার হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে । সেখানে ভারত কিভাবে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে।
এদিকে পাসপোর্ট বাতিলের পরেও শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে তার নাগরিকত্ব নিয়ে। তবে কি শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন।
এ বিষয়ে ১৬ জানুয়ারি মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন কূটনীতী বিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মো রফিকুল আলম বলেন, শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কি না সে বিষয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। তিনি কি স্টেট্যাসে ভারতে আছেন তা ভারত সরকারের বিবেচনার বিষয়।