“মতপ্রকাশের স্বাধীনতা: বন্দি একদলীয় শাসনের কাছে”-তসলিমা নাসরিন
- আপডেট সময় : ০৫:৩২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / 66
নাহিদ ইসলাম বলেছে দেশের ৫৩ বছরের ইতিহাসে এখনই নাকি গণমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা উপভোগ করছে। আমি তো ‘বাংলাদেশ প্রতিদিন’ নামের পত্রিকায় প্রতি সপ্তাহে ১০ বছর কলাম লিখেছি, আগস্টের ৫ তারিখে আমার কলাম বন্ধ হয়ে গেল। আমি মত প্রকাশের স্বাধীনতা হারালাম। শিবির-হিজবুতি সরকারের ভয়ে কোনও সংবাদপত্র আমার কলাম ছাপাতে পারছে না, কোনও মিডিয়া আমার বক্তব্য প্রকাশ করতে পারছে না।
হাসিনার আমলে আমার লেখা হাসিনার সমালোচনা প্রকাশ না করলেও নারীবাদ, মানববাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ইত্যাদি বিষয়ে লেখা তারা প্রকাশ করতো। এখন তো এসব বিষয়েও লেখা বন্ধ। ধর্মান্ধদের কাছে নারীবাদ, মানববাদ, ধর্মনিরপেক্ষতা তো নিষিদ্ধ হবেই। খেলাফতিদের কাছে গণতন্ত্র একটি নিষিদ্ধ তন্ত্র।
বাংলাদেশের কোনও মিডিয়া এখন পারবে আওয়ামী লীগের সুনাম লিখতে? পারবে না। তাহলে কোথায় সংবাদপত্রের স্বাধীনতা? সংবাদপত্রের স্বাধীনতা থাকা মানে নানান মতের প্রকাশ থাকা। স্বাধীনতার কিচ্ছু এখন নেই। ক্ষমতাসীনদের গুণ গাওয়ার জন্য মত প্রকাশের স্বাধীনতার দরকার হয় না। ভিন্নমত, বিরোধীদলের মত প্রকাশের জন্য দরকার হয় স্বাধীনতার।
তোমরাও যদি নিজের প্রশংসা ছাড়া অন্য কিছু সহ্য করতে না পারো, তোমরা আবার হাসিনার চেয়ে ভাল হলে কী করে?