ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড় ড. ইউনূসকে ঈদগাহের মুসল্লিরাঃ আপনি ৫ বছর দায়িত্বে থাকুন, এটাই দেশের মানুষের চাওয়া বাংলাদেশে বিশ্বমানের হাসপাতালের মাধ্যমে স্বাস্থ্যখাতে বিপ্লবের সূচনা! খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান পররাষ্ট্র নীতিতে ড. ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদী! ৩ এপ্রিলও ছুটির প্রস্তাব, মিলতে পারে ৯ দিনের ছুটি বউয়ের টিকটকেই ধরা সন্ত্রাসী ছোট সাজ্জাদ, ‘ক্লু’ ছিল গাড়িতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিনের পরিচয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যবের পরিচয় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে সব প্রমাণ সরকারের কাছে আছে জেলায় জেলায় সরকারি অর্থে ‘আওয়ামী পল্লি’

যে কারণে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ১০:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / 151
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

সাকিব আল হাসানের নাম নেই আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে। তালিকায় কে থাকবেন বা কে থাকবেন না, সেটা নির্ধারণের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। সেই নিয়ম অনুসারেই বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের নাম কাটা পড়েছে।

গতকাল বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যায়, টেস্ট র‍্যাঙ্কিংয়ে নাম থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অনুপস্থিত সাকিব। টেস্টের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনি ৫৫ ও বোলিং র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন।

টি-টোয়েন্টি থেকে ৩৭ বছর বয়সী তারকা অবসরে নিয়ে ফেলেছেন। তাই অনুমিতভাবেই তার নাম এই সংস্করণের র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। তবে আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলে যেতে চাওয়া সাকিব কেন নেই ৫০ ওভারের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে?

শুনতে অবাক লাগলেও ব্যাখ্যাটা খুব স্বাভাবিক। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার টানা ১২ মাস ওয়ানডে বা টি-টোয়েন্টিতে না খেললে র‌্যাঙ্কিং থেকে তিনি বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে টানা ১৫ মাস খেলার বাইরে থাকলে নাম কাটা পড়ে র‍্যাঙ্কিং থেকে।

সাকিব সবশেষ ওয়ানডে খেলেছিলেন এক বছরের বেশি সময় আগে, ২০২৩ সালের ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতে হওয়া বিশ্বকাপে দিল্লিতে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্য দেখানো সাকিবের হাতে উঠেছিল ম্যাচসেরার পুরস্কার। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে খেলে এই সংস্করণ থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা হয়নি তার। এরপর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডেও সিরিজে খেলেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যে কারণে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নেই সাকিবের নাম

আপডেট সময় : ১০:১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

 

সাকিব আল হাসানের নাম নেই আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে। তালিকায় কে থাকবেন বা কে থাকবেন না, সেটা নির্ধারণের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার। সেই নিয়ম অনুসারেই বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের নাম কাটা পড়েছে।

গতকাল বুধবার ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যায়, টেস্ট র‍্যাঙ্কিংয়ে নাম থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অনুপস্থিত সাকিব। টেস্টের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে তিনি ৫৫ ও বোলিং র‍্যাঙ্কিংয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন।

টি-টোয়েন্টি থেকে ৩৭ বছর বয়সী তারকা অবসরে নিয়ে ফেলেছেন। তাই অনুমিতভাবেই তার নাম এই সংস্করণের র‍্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। তবে আগামী বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলে যেতে চাওয়া সাকিব কেন নেই ৫০ ওভারের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে?

শুনতে অবাক লাগলেও ব্যাখ্যাটা খুব স্বাভাবিক। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার টানা ১২ মাস ওয়ানডে বা টি-টোয়েন্টিতে না খেললে র‌্যাঙ্কিং থেকে তিনি বাদ পড়েন। আর টেস্টের ক্ষেত্রে টানা ১৫ মাস খেলার বাইরে থাকলে নাম কাটা পড়ে র‍্যাঙ্কিং থেকে।

সাকিব সবশেষ ওয়ানডে খেলেছিলেন এক বছরের বেশি সময় আগে, ২০২৩ সালের ৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতে হওয়া বিশ্বকাপে দিল্লিতে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। অলরাউন্ড নৈপুণ্য দেখানো সাকিবের হাতে উঠেছিল ম্যাচসেরার পুরস্কার। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে খেলে এই সংস্করণ থেকে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরা হয়নি তার। এরপর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডেও সিরিজে খেলেননি তিনি।