সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরেরের মুক্তি আনন্দ মিছিল

- আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / 67
কেন্দুয়া প্রতিনিধিঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকল মামলা থেকে বেকসুর খালাস পাওয়ায় এবং তার মুক্তিতে আর কোনও বাধা না থাকায় নেত্রকোনার বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল করেছেন বিএনপিসহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেন্দুয়া উপজেলায় রোটারিয়ান নাজমুল হাসানের সমর্থকবৃন্দ আনন্দ মিছিল করেন। এতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রোমান আহমেদ,যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন,যুবদল নেতা এমদাদুল,স্বেচছাসেবক দলের নেতা আওয়াল ও মাজু মিয়ার নেতৃত্বে এ আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন শহর পদক্ষিন করে।
এ ছাড়া লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনও বাধা না থাকার খবরে জেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
প্রসঙ্গত, আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বাতিল করা হয়েছে যাবজ্জীবন সাজার রায়। ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ (মঙ্গলবার) আপিল আবেদনের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।